২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৮:০২/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ৮:০২ পূর্বাহ্ণ

গুগল ডুডলে কবি সুফিয়া কামাল

     

বাংলাদেশের নারী জাগরণের অন্যতম পুরোধা কবি সুফিয়া কামাল। ১৯১১ সালের ২০ জুন বরিশালের শায়েস্তাবাদে মামার বাড়িতে তার জন্ম। আজ ( ‍বৃহস্পতিবার) কবির ১০৮ তম জন্মবার্ষিকী। জন্মদিন উপলক্ষে ইন্টারনেট জায়ান্ট গুগল ডুডলে ওঠে এসেছে কবি সুফিয়া কামালের প্রতিকৃতি। গত কয়েকবছর ধরেই বাংলাদেশের জাতীয় দিন ও কীর্তিমান মানুষদের জন্মবার্ষিকীতে গুগল বিডির ডুডলে তুলে ধরা হচ্ছে বিশেষ ডুডল।সুফিয়া কামালের জন্ম তখন বাঙালি মুসলিম নারীদের গৃহবন্দি জীবন কাটাতে হতো। স্কুল-কলেজে পড়ার কোনো সুযোগ তাদের ছিল না। পরিবারে বাংলা ভাষার প্রবেশ একরকম নিষিদ্ধ ছিল। সেই বিরুদ্ধ পরিবেশে সুফিয়া কামাল প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ পাননি। তিনি পারিবারিক নানা উত্থানপতনের মধ্যে স্বশিক্ষায় শিক্ষিত হন।

১৯২৬ সালে তার প্রথম কবিতা ‘বাসন্তী’ সেসময়ের প্রভাবশালী সাময়িকী সওগাতে প্রকাশিত হয়। সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি তার সাহিত্যচর্চা চলতে থাকে। ১৯৩৭ সালে তার গল্পের সংকলন কেয়ার কাঁটা প্রকাশিত হয়। ১৯৩৮ সালে তার প্রথম কাব্যগ্রন্থ সাঁঝের মায়ার মুখবন্ধ লেখেন কাজী নজরুল ইসলাম। বইটি বিদগ্ধজনের প্রশংসা কুড়ায় যাদের মাঝে ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর।দেশবিভাগের আগে কবি সুফিয়া কামাল নারীদের জন্য প্রকাশিত সাময়িকী বেগমের সম্পাদক ছিলেন। ১৯৯৯ সালের ২০ নভেম্বর ঢাকায় সুফিয়া কামাল মৃত্যুবরণ করেন। তাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়। বাংলাদেশি নারীদের মধ্যে তিনিই প্রথম এই সম্মান লাভ করেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply