১৯ এপ্রিল ২০২৪ / ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৪:৪৩/ শুক্রবার
এপ্রিল ১৯, ২০২৪ ৪:৪৩ পূর্বাহ্ণ

লোককলা চর্চা কেন্দ্রের আয়োজনে মনোময় ঈদ পূণর্মিলনী উৎসব অনুষ্ঠিত

     

 

লোককলা চর্চা কেন্দ্র বাংলাদেশ এর আয়োজনে ঈদ পূণর্মিলনী উৎসব ১৮ জুন মঙ্গলবার বিকাল ৩টায় সংগঠনের দোস্ত বিল্ডিংস্থ আঙ্গিনায় ব্যাপক আনন্দঘন উৎসাহ উদ্দীপনায় অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন- চ.বি. গবেষক ভাস্কর ডি.কে. দাশ (মামুন)। চর্চা কেন্দ্রের উপদেষ্টা অধ্যক্ষ শেখ এ রাজ্জাক রাজু’র সভাপতিত্বে পূণর্মিলনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- ঈদ উৎসব, সেমিনার ও ইফতার মাহফিল কমিটির আহ্বায়ক সংগঠক জসীম উদ্দীন চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশিষ্ট রাজনীতিক হাবীবুর রহমান হাবীব। সম্মানিত বিশেষ অতিথিবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন- সাংবাদিক বেলায়েত হোসেন, সিএমপি পুলিশের সাবেক এডিসি কবি জাহাঙ্গীর আলম চৌধুরী, রাজনীতিক সিদ্দিকুল ইসলাম, রাজনীতিবিদ ভানু রঞ্জন চক্রবর্তী, নাট্যজন শেখ শওকত ইকবাল, রাজনীতিবিদ আক্তারুল আলম, সন্দীপনার সহ-সভাপতি বাবুল কান্তি দাশ, শিল্পী এম.এ হাসেম, বীর মুক্তিযোদ্ধা এস.এম রফিক, প্রধান শিক্ষক তরণী কুমার সেন, রাজনীতিক মিঠুল দাশ গুপ্ত, সংগঠক প্রণব রাজ বড়–য়া, শিক্ষিকা তাহেরা খাতুন, সাংবাদিক আবছার উদ্দিন অলি, আইটি এক্সপার্ট মোহাম্মদ ইসমাইল, রাজনীতিক আব্দুল গাফ্ফার খান, রাজনীতিক মোকতার আহমদ, কবিয়াল আব্দুল লতিফ, কবিয়াল সন্তোষ কুমার দে, সংগঠক নিবেদিতা আচার্য্য, চৌধুরী জসীমুল হক, সংগঠক মোশাররফ হোসেন খান রুনু, নারীনেত্রী সাঈদা ফাতেমা, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক তপন কান্তি নাথ, নাট্যকর্মী আজগর আলী, গীতিকার ইমরান ফারুকী, সংবাদকর্মী এম.ডি.এইচ রাজু, আবৃত্তিশিল্পী সাবিকুন নাহার শিউলী, দেবন্দ্র দাশ দেবু, মোঃ মিজান, শিল্পী সমীর সেন, সংগঠক সজল দাশ, শিল্পী উজ্জ্বল সিংহ। বক্তব্য রাখেন- জাহানারা পারুল, সাগর দেব নাথ, ধনঞ্জয় শর্মা, শিল্পী বৃষ্টি দাশ, শান্তা সেন, সুষ্মিতা সেন, এমরান হোসেন মিঠু, ইমন বিশ্বাস, শাহীন হোসেন প্রমুখ।

নাট্যকর্মী মেজবাহ চৌধুরী’র সঞ্চালনায় হামদ্- উৎসব আয়োজনের আলোচনায় বক্তারা বলেন- ঈদ উৎসব একান্ত ভাবে মুসলমান সম্প্রদায়ের হলেও আবহমানকাল থেকে সকল শ্রেণির, সকল সম্প্রদায়ের ধনী-দরিদ্র সকলের আনন্দ-প্রীতি ও সৌহাদ্যের মহা উৎসব। পবিত্র ইসলামের মর্মবানী প্রতিটি হৃদয়ে ছড়িয়ে দিতে এই উৎসবের আগমন। সকল হীনমন্যতা ভেদাভেদ ভুলে এই আনন্দ উৎসবে বাঙালি মেতে উঠে। ব্যক্তিগত রেশারেশি, পরশ্রীকাতরতা পাছে ঠেলে নতুন সম্ভাবনায় যখন মানুষ গভীর সম্প্রীতির জন্য ঈদ উৎসবে ঐক্যবদ্ধ হয় তখন সমাজ-ব্যাষ্টির মাঝে একটি সুশীল নাগরিক সমাজ গঠনের সুচিন্তা, চেতনা মানুষের অন্তরে জাগরিত হয়। প্রতিটি প্রাণে জেগে উঠে শিশু-সারল্যপূণ্য উদারতা। মূলত ইহাই ইসলামের শিক্ষা। আজ সমগ্র বিশ্বে জঙ্গী তৎপরতার অপকীর্তির সাথে যারা ইসলামকে কলংকিত করছে তাদের ব্যাপারে সজাগ হতে হবে। কেননা, সমাজে হিংসা হানাহানির পাশাপাশি সাম্প্রদায়িক বৈষম্য ও নৈরাজ্য রচনার ব্যাপারে কোনো ভাবেই ইসলাম সমর্থন করেনা। সেই সকল মদদদাতারা সত্যিকারের মুসলিম নয়। আধুনিক বিশ্ব আজ মেধার আলোর ছটায় নতুন দিনের সম্ভাবনাকে আহ্বান করে। বিশ্বের কোন না কোন স্থানে নতুন সম্ভাবনা সৃষ্টির মধ্য দিয়ে সম্ভাবনার যে মেলবন্ধন রচনা হচ্ছে তার সাথে বুদ্ধিদীপ্ত, জ্ঞান সঞ্চারী ইসলামী চিন্তাবিদ, বিজ্ঞানগণ নিরন্তর কাজ করে চলেছেন। তার প্রমান স্বরূপ বিজ্ঞানের বিশাল গণিত ভূমির উর্বর প্রণোদনা হলো এলজেব্রা বা বীজগণিত। শ্রেষ্ঠ বিজ্ঞানী আল জাবের এর প্রতিভাবান বিজ্ঞানীরা সেই অবদান রেখেছেন। সুতরাং নতুন বিশ্ব রচনায় সেই ধারাবাহিকতা বজায় রাখতে সকলকে প্রতিশ্র“তিবদ্ধ হতে হবে। আলোচনা সভার পর অনুষ্ঠানে সংগীত, আবৃত্তি ও কথামালায় মনোজ্ঞ সাংস্কৃতিক পর্বে শিল্পীরা অংশ নেন। সবশেষে একক সংগীত পরিবেশন করেন- শিল্পী এম.এ হাশেম, শিল্পী হানিফুল ইসলাম হানিফ, শিল্পী বৃষ্টি দাশ, শিল্পী মৈত্রী আচার্য্য, শিল্পী জ্যোতি শর্মা।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply