২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১:৪৮/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ১:৪৮ পূর্বাহ্ণ

কপাল খুলছে ২১ হাজার ইবতেদায়ি শিক্ষকের

     

দীর্ঘ দুই যুগ পর ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের কপাল খুলতে যাচ্ছে। সারাদেশে নিবন্ধিত ৪ হাজার ৩১২টি ইবতেদায়ি মাদরাসাকে এমপিওভুক্তির সিদ্ধান্ত নেয়া হয়েছে। এসব প্রতিষ্ঠানের সাড়ে ২১ হাজার শিক্ষককে তালিকাভুক্ত করা হয়েছে। ২০১৯-২০ সালের প্রস্তাবিত বাজেটে এ সংক্রান্ত অর্থ বরাদ্দ দেয়া হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা বিভাগ থেকে জানা গেছে।

জানা গেছে, প্রাথমিক শিক্ষা বিস্তারে ১৯৮৪ সালে সরকারি এক সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে দেশে বেসরকারি বিদ্যালয় ও ইবতেদায়ি মাদরাসা প্রতিষ্ঠা শুরু হয়। ইতোমধ্যে সারাদেশের ২৬ হাজার ১৯৩ প্রাথমিক বিদ্যালয় ২০১৩ সালে জাতীয়করণ হয়। একই সময়ে অভিন্ন আইনের বলে স্বতন্ত্র ইবতেদায়ি (যা পঞ্চম শ্রেণি পর্যন্ত) মাদরাসা প্রতিষ্ঠা হলেও তাদের জাতীয়করণের আওতায় আনা হয়নি। এ দাবিতে বিভিন্ন সময়ে রাজপথে আন্দোলন করেন শিক্ষকরা। সবটুকু খবর জানতে ক্লীক করুন

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply