২৫ এপ্রিল ২০২৪ / ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৫:১১/ বৃহস্পতিবার
এপ্রিল ২৫, ২০২৪ ৫:১১ অপরাহ্ণ

পটিয়ায় ২৩ জুন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপনে ব্যাপক প্রস্তুতি

     

পটিয়া উপজেলা আ.লীগের উদ্যোগে আগামী ২৩ জুন বাংলাদেশ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী বর্নাঢ্য আয়োজনের মাধ্যমে পালন করা হবে। এদিন পটিয়া সদরে উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভার প্রতিটি ওয়ার্ড থেকে আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগ এবং অঙ্গ সংগঠনের মাধ্যমে সাধারণ মানুষের মহা সমাবেশ ঘটানোর জন্য গতকাল পটিয়া উপজেলা আ.লীগের বর্ধিত সভায় দায়িত্বশীল ভুমিকা রাখার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়ে বলা হয়, বাংলাদেশ আ.লীগ লাগাতর ৩য় বারের মত রাষ্ট্র ক্ষমতায় অধিষ্টিত আছেন। এসময়কালে জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী ও দলের সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশ উন্নয়নের রোল মডেলে পরিনত হয়েছে। যার সুবিধা ভোগ করছেন এ দেশের কোটি কোটি সাধারণ মানুষ। তাই সরকারের উন্নয়ন কর্মকান্ডের সাথে সাধারণ মানুষের সম্পৃক্ততাকে প্রাতিষ্ঠানিক রুপ দিতে ২৩ জুন লক্ষাধিক মানুষের সমাবেশ ঘটাতে হবে পটিয়ায়। কারণ পটিয়া থেকে তিন তিন বার নির্বাচিত এমপি জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধুরীর নেতৃত্বে পটিয়ায়ও অভুতপুর্ব উন্নয়ন হয়েছে। এ উন্নয়ন ধারাবাহিকতা রক্ষার পাশাপাশি হুইপের হাতকে শক্তিশালী করার জন্য ২৩ জুনের মহাসমাবেশে জনগনের সরব উপস্থিতি অপরিহার্য হয়ে দাড়িয়েছে। এদিন হুইপ সামশুল হক চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আ.লীগের প্রতিষ্টাবার্ষিকীর সমাবেশে ও র‌্যালীতে নেতৃত্ব দেবেন। এতে বক্তারা সমাবেশ ও র‌্যালীকে প্রাঞ্জল করতে জননেত্রী শেখ হাসিনার ছবি সংবলিত দলীয় ব্যানার ফেস্টুন, প্লেকার্ড নিয়ে সকলকে উপস্থিত হয়ে সমাবেশকে জনসমুদ্রে পরিনত করার আহবান জানান। পটিয়া উপজেলা আ.লীগের উদ্যোগে আয়োজিত বর্ধিত সভায় বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম সামশুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পৌরমেয়র অধ্যাপক হারুনুর রশিদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ.লীগের সহ সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন জেলা আ.লীগের সাংগঠিনক সম্পাদক প্রদীপ দাশ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ, উপজেলা আ.লীগের সাবেক সহ সভাপতি ও ভাইস চেয়ারম্যান ডা. তিমির বরণ চৌধুরী, মফজল আহমদ চৌধুরী, আবদুল খালেক চেয়ারম্যান, আজিমুল হক চৌধুরী, মোহাম্মদ ছৈয়দ চেয়ারম্যান, চৌধুরী মাহবুবুর রহমান, আলমগীর আলম, আলমগীর খালেদ, ইউনুছ খান জসিম, সরোজ সেন নান্টু চেয়ারম্যান, আবু ছালেহ চৌধুরী, এম এন এ নাছির, মাহমুদুল হক, এম. এজাজ চৌধুরী, আবুল কাসেম চেয়ারম্যান, ছালামত উল্লাহ মল্ল চেয়ারম্যান, ঋষি বিশ্বাস, আবু তৈয়ব, ছিদ্দিক আহমদ, সন্তোষ বড়ুয়া, আনোয়ার উদ্দিন, জাকারিয়া ডালিম, জিতেন গুহ, মোহাম্মদ হারুন, শফিউল আলম বাবুল, মৃদুল কান্তি নন্দী, আবুল হাসান খোকন, সামশুল আলম, সুপ্রিয় বড়ুয়া, জহির আহমদ, আবদুল্লাহ আল হারুন, মো. কবির, উৎপল সরকার রাজু, জসিম উদ্দিন, সরোয়ার উদ্দিন ভান্ডারী, জয় প্রকাশ দত্ত, মোহাম্মদ মোরশেদ, শফিউল আজম, শহিদুল ইসলাম জুলু, মো. ফোরকান, কাজী মোরশেদ, শফিকুল ইসলাম বাবুল, প্রবোধ রায়, এড. হোসোইন রানা, মোজাম্মেল হোসেন, মো. হারুন, বদিউল আলম তুষার প্রমুখ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply