২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / সন্ধ্যা ৭:৩০/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ৭:৩০ অপরাহ্ণ

প্রভুপাদ শ্রীল মদন গোপাল গোস্বামীর তিরোভাব স্মরণনোৎসব

     

 

কলিহত জীবকে উদ্ধারের জন্য নিত্যানন্দ প্রভু ধরাধামে এসেছিলেন। তিনি হরিনাম বিলিয়ে দিয়েছিলেন নগর-গ্রাম থেকে দেশে দেশে। তারই সুযোগ্য ক্রয়োদশ উত্তরসূরী প্রভুপাদ মদন গোপাল গোস্বামী শ্রীমদ্ভাগবত পাঠ করে পাঠক সম্রাটে ভূষিত হন। প্রভুপাদের স্মরনোৎসব উপলক্ষে চট্টগ্রাম নগরীর জে.এম.সেন হল, খাতুনগঞ্জ রাধামন্দির ও চট্টশ্বরী কৃষ্ণমন্দির প্রাঙ্গনে ৯ দিন ব্যাপী আলোচনা সভা, শ্রীমদ্ভাগবত পাঠ, ভোগারাধনা ও মহাপ্রসাদ বিতণের আয়োজন করা হয়েছে।
এ উপলক্ষে উপমহাদেশের প্রখ্যাত গুরু প্রভুপাদ শ্রীল নিত্য গোপাল গোস্বামী মহোদয় ভারত থেকে বাংলাদেশের চট্টগ্রামে উক্ত অনুষ্ঠানে শ্রীমদ্ভাগবত রসসুধা পরিবেশন ও চৌষট্টি মহান্তের ভোগারাধনা করবেন। শ্রীশ্রী হরিভক্তি প্রচারিণী সভা-চট্টগ্রাম এর সভাপতি ফান্টু লাল সাহার সভাপতিত্বে দি আর্থ এ.জেড.ড্রীম হাউজে প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি টিটু তালুকদার, সাধারণ সম্পাদক সুনীল চৌধুরী, যুগ্ন সম্পাদক সুনীভ ভট্টাচার্য্য, আশিষ চৌধুরী, কৌশিক ধর, কান্তি লাল দাশ, সহ-সম্পাদক অজয় চৌধুরী, রাজীব দাশ, অর্থ সম্পাদক বাবলা চক্রবর্তী প্রমূখ।

শেয়ার করুনঃ

Leave a Reply