১৯ মার্চ ২০২৪ / ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / সকাল ১১:৪২/ মঙ্গলবার
মার্চ ১৯, ২০২৪ ১১:৪২ পূর্বাহ্ণ

সিএন্ডবি’তে মাদক ব্যবসায়ীর শাস্তির দাবিতে মানববন্ধন

     

 

চট্টগ্রাম জেলা ট্রাক ও কাভার ভ্যান শ্রমিক ইউনিয়ন, চান্দগাঁও কালুরঘাট ট্রাক মালিক সমিতি ও চান্দগাঁও এলাকাবাসীর যৌথ উদ্যোগে মাদক ব্যবসায়ী, ভূমিদস্যু, সন্ত্রাসী, জব্বার কোম্পানীর বিরুদ্ধে ১৩ জুন বৃহস্পতিবার দুপুর ৩টায় চান্দগাঁও সিএন্ডবি বালুরটাল এলাকায় মানববন্ধন ও মিছিল অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও মহানগর ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য এস.এম আলাউদ্দিন এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- চট্টগ্রাম জেলা ট্রাক ও কাভার ভ্যান শ্রমিক ইউনিয়ন এর সভাপতি শফিকুর রহমান, সাধারণ সম্পাদক হাজী আবদুস সবুর, সহ সভাপতি শফি উল্লাহ, সহ সভাপতি নজির আহমদ, যুগ্ম সম্পাদক মোঃ বখতিয়ার, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ তৈয়ব, সদস্য মোঃ সেলিম। চান্দগাঁও কালুরঘাট ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক এস.এম নাসির উদ্দিন এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- ছাত্রলীগ নেতা ওমর ফারুক জিসান, সাইফুল, রুবেল বড়–য়া, আশরাফুল, জনি, মনির ও সংস্কৃতিকর্মী এস.এম সরওয়ার প্রমুখ।

বক্তারা বলেন- মাদক ব্যবসায়ী, ভূমিদস্যু, সন্ত্রাসী জব্বারের অনৈতিক কর্মকান্ডে পুরো এলাকাবাসী অতিষ্ঠ। ব্যবসায়ীরা ব্যবসা করতে পারছেন না। এই অবস্থা চলতে থাকলে ব্যবসায়ীরা ব্যবসা না করে দোকানপাঠ বন্ধ করে দিতে হবে। মানববন্ধন শেষে এক বিশাল মিছিল নগরীর চান্দগাঁও এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

শেয়ার করুনঃ

Leave a Reply