২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / সন্ধ্যা ৭:৫৯/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ৭:৫৯ অপরাহ্ণ

জেসন রয়ের সেঞ্চুরিতে উড়ন্ত ইংল্যান্ড

     

জনি বেয়ারস্টকে ৭৪ রানে ফেরালেও অপর ওপেনার জেসন রয় সেঞ্চুরি তুলে নিয়েছেন। টস হেরে ব্যাটিংয়ে নেমে এ দু’জন ইংল্যান্ডের ইনিংসের গোড়াপত্তনে নেমেছিলেন। রয়-বেয়ারস্ট জুটি ১২৮ রানের দারুণ একটা ওপেনিং জুটি গড়েন। এরপর মাশরাফির বলে মেহেদি হাসান মিরাজের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান বেয়ারস্ট। আউট হওয়ার আগে ৬৫ বল থেকে ১০টি চার ও একটি ছক্কার মারে ৭৪ রানের দারুণ ইনিংস খেলেছেন তিনি।

বেয়ারস্টকে ফেরালেও রয়ের সেঞ্চুরির পথে বাঁধা হতে পারেননি বাংলাদেশের বোলাররা। ৯২ বল খেলে ব্যক্তিগত নবম সেঞ্চুরি তুলে নেন তিনি। রয়ের সঙ্গে তৃতীয় উইকেটে এখন খেলছেন জো রুট। ৩০ ওভারের খেলা শেষে ইংল্যান্ডের সংগ্রহ এক উইকেটে ১৮৫ রান।

কার্ডিফ ওয়েলস স্টেডিয়ামে ইংল্যান্ডের শনিবার বিকেলে বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় শুরু হয় ম্যাচটি।

প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় এবং দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে অল্প ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। অপরদিকে ইংল্যান্ড নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিল। দ্বিতীয় ম্যাচে তারা পাকিস্তানের কাছে ১৪ রানে হেরেছে। তৃতীয় ম্যাচটি তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ দু’দলের কাছেই।সৌজন্য ইত্তেফাক

শেয়ার করুনঃ

Leave a Reply