২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / ভোর ৫:০৯/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ৫:০৯ পূর্বাহ্ণ

অপূর্ব-সাবিলার বিচ্ছেদ!

     

ঈদুল ফিতর উপলক্ষে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘এভাবেও কি ফিরে আসা যায়’। এতে মুখ্য দুটি চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব ও সাবিলা নূর। গল্প, চিত্রনাট্যের পাশাপাশি নাটকটি পরিচালনা করেছেন মাহমুদ মাহিন। এর গল্পে দেখা যাবে, ভালোবেসে বিয়ে করেন অপূর্ব-সাবিলা। বিয়ের কিছুদিন যেতেই তাদের মধ্যে তৈরি হয় দ্বন্দ্ব। সেটি যথাক্রমে বাড়তেই থাকে। এক পর্যায়ে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তারা। আইনি প্রক্রিয়ায় এই বিচ্ছেদের নিষ্পত্তির জন্য তিন মাস সময় লাগে। এ সময়ে ঘটতে থাকে নানা ঘটনা। বাকী গল্প জানতে হলে দেখতে হবে নাটকটি। অপূর্ব-সাবিলা নূর ছাড়াও ‘এভাবেও ফিরে আসা যায়’- এ আরও অভিনয় করেছেন মনিরুল ইসলাম মনির, পীরজাদা শহীদুল হারুন, টুম্পা ডি আফ্রি, সেজুতি ইসলাম, করভি মিজান রিজভী প্রমুখ। গল্পের প্রয়োজনে এতে ব্যবহৃত হয়েছে দুটি গান। একটি গেয়েছেন মাহতিম শাকিব। গানের শিরোনাম ‘শিরোনামে তুই’। এর সুর সঙ্গীতায়োজন করেছেন নাবিদ সালেহীন নিলয়। এছাড়া থাকছে তাহসিন আহমেদ ও ঐশ্বর্য’র কণ্ঠে ‘বারণ’। স্নেহাশীষ ঘোষের কথায় এর সুর-সঙ্গীত করেছেন রেজওয়ান শেখ। সময় চূড়ান্ত না হলেও ঈদ আয়োজনে সাউন্ডেক’র ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে ‘এভাবেও কি ফিরে আসা যায়’।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply