২৫ এপ্রিল ২০২৪ / ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৩:৫২/ বৃহস্পতিবার
এপ্রিল ২৫, ২০২৪ ৩:৫২ অপরাহ্ণ

খাগড়াছড়িতে সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন

     

 

খাগড়াছড়ি,প্রতিনিধি

খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এর আয়োজনে ৫৭ ধারা বাতিল, ৯ম ওয়েজ বোর্ড গেজেট প্রকাশ, ঈদের আগে বেতন-বোনাসসহ সাংবাদিকের নিরাপত্তায় আইন করার দাবীতে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে পেশাজীবি সাংবাদিকরা।

বৃহস্পতিবার সকাল ১১টায় কেইউজে’র অস্থায়ী কার্যালয়ের সমানে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে খাগড়াছড়ি ডিসি অফিস সংলগ্ন বটতলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে।

খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন সভাপতি নুরুল আজমের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি প্রবীণ ও বিশিষ্ট সাংবাদিক তরুণ কুমার ভট্টাচার্য, কেইউজে সাধারণ সম্পাদক কানন আচার্য, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবু তাহের মুহাম্মদ, সিনিয়র সাংবাদিক প্রদীপ চৌধুরী প্রমূখ। এ সময় খাগড়াছড়িতে বিভিন্ন মিডিয়ার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সমাবেশে সাংবাদিক নেতা বলেন, কথায় কথায় সাংবাদিকদের হয়রানী করতে ৫৭ ধারা দ্রুত সময়ের মধ্যে বাতিল করতে হবে। ৯ম ওয়েজ বোর্ড গেজেট প্রকাশসহ বিভিন্ন প্রতিষ্ঠানে গণহারে ছাটাইয়ের প্রতিবাদ জানান।

সে সাথে পেশাজীবি কর্মরত সাংবাদিকদের বেতন বোনাস প্রদানের দাবী জানিয়ে সকল মিডিয়া কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সব ধরণের ষড়যন্ত্র মোকাবেলায় সজাগ থাকার আহবান জানান সাংবাদিক নেতারা।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply