২৮ মার্চ ২০২৪ / ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / রাত ১০:৫৮/ বৃহস্পতিবার
মার্চ ২৮, ২০২৪ ১০:৫৮ অপরাহ্ণ

ঈদে নতুন পোষাক কিনে দিতে না পারায় দু’শিশু সন্তানকে বিষ ট্যাবলেট দিয়ে মেরে আত্মহত্যা করলেন মা

     

এম ওসমান
যশোরের শার্শা উপজেলার চালিতাবাড়ীয়া-দীঘা গ্রামে ঈদে সন্তানদের নতুন জামাকাপড় কিনে দিতে না পেরে ও সাংসারিক অভাব অনাটনের দায় এড়াতে এক গর্ভধারিনী মা কন্যা শরিফা খাতুন (১১) শিশুপুত্র সোহান হোসেন (৪) কে কীটনাশক বিষ ট্যাবলেট খাওয়ায়ে নির্মমভাবে মেরে ফেলে মৃত্যু নিশ্চিত করে মা হামিদা খাতুন (৩৫) নিজেও বিষ ট্যাবলেট খেয়ে দুনিয়া থেকে চির বিদায় নিলেন।
মর্মান্তিক ও হৃদয়স্পর্শি ঘটনাটি ঘটেছে শার্শার চালিতাবাড়ীয়া দীঘা গ্রামে রবিবার রাত আনুমানিক ১১টার সময়।
মৃত্যুর স্বীকার ৩ জনই হলেন ঐ গ্রামের হতদরিদ্র চা দোকানী ইব্রাহিমের স্ত্রী, কন্যা ও শিশু পুত্র।
  তাৎক্ষনিক পারিবারিক ও এলাকাবাসী সূত্রে জানা যায়, হত দারিদ্রতার কারনে সংসারে নুন আনতে পান্তা ফুরায়।ফলে অভাব অনটন লেগে থাকার পাশাপাশি  গন্ডোগোল ঝামেলা লেগেই আছে সংসারে।
 তার কদিন পরেই আসছে পবিত্র ঈদ। ফলে আসন্ন ঈদে সন্তানদের নতুন জামা কাপড় কেনাকাটা সহ সাংসারিক অভাব অনটনের নানা বিষয় নিয়ে রবিবার রাত আনুমানিক ১০টায় দিকে স্বামী-স্ত্রীর মধ্যে তুমুল গন্ডো গোল ঝামেলা ও তর্কাতর্কি হয়। এক পর্যায়ে এ সময়  স্ত্রী হামিদা খাতুন নিজের কন্যা শরিফা ও শিশু পুত্র সোহানকে বিষ ট্যাবলেট খাওয়ায়ে মেরে ফেলে। এর পরপরই তাদের মৃত্যু নিশ্চিত করে সে নিজেও বিষ ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করে সংসারের করুন যন্ত্রনা থেকে মুক্তি দিলেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শেয়ার করুনঃ

Leave a Reply