২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৭:২১/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ৭:২১ পূর্বাহ্ণ

রোজা এবং রোজাদারের পূর্ব শর্ত হচ্ছে হালাল রুজি

     

 

চট্টগ্রাম আবাসিক হোটেল মালিক সমিতির উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও আলোচনা সভা-২০১৯ ২৫ মে শনিবার বিকাল ৫টায় নগরীর ষ্টেশন রোডস্থ এশিয়ান এস.আর. হোটেলে অনুষ্ঠিত হয়।

সমিতির সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান (সাবেক কমিশনার) এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবু বকর ছিদ্দিকী’র সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর মাননীয় মেয়র আলহাজ্ব আ.জ.ম. নাছির উদ্দিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- আলহাজ্ব ছালামত আলী, আলহাজ্ব ছালেহ আহমদ সোলেমান, আলহাজ্ব আবুল কদর, মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম সিদ্দিকী, মোস্তাফিজুর রহমান চৌধুী, আলহাজ্ব মুহাম্মদ ইয়াকুব, লায়ন এম শফিউল আলম, নুরুল কবির প্রমুখ। প্রধান অতিথি বলেন- রমজান পবিত্র মাস। এ মাসে আমাদেরকে পবিত্র মন মানসিকতা নিয়ে এবাদত করতে হবে। রোজা এবং রোজাদারের পূর্ব শর্ত হচ্ছে হালাল রুজি। রোজায় আত্মশুদ্ধি ও সংযমের মাধ্যমে দেশের কল্যাণে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। তিনি সমিতির প্রত্যেক কাজে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। সভায় পবিত্র রমজানের শেষ দশ দিন ও ‘ঈদের দিনের ইবাদত’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যক্ষ আ.ন.ম আবদুস শাকুর।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply