২৮ মার্চ ২০২৪ / ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / রাত ৯:৪৮/ বৃহস্পতিবার
মার্চ ২৮, ২০২৪ ৯:৪৮ অপরাহ্ণ

ভিডিওতে দেখুন বাংলাদেশের বিশ্বকাপ থিম সং

     

‘খেলবে টাইগার, জিতবে টাইগার’। সবার মুখে মুখে ঘুরছে এই একটি লাইন। জাতীয় দলের পৃষ্ঠপোষক ইউনিলিভারের পণ্য লাইফবয়ের বিজ্ঞাপনের ট্যাগলাইনটি রেখেই তৈরি হলো বিশ্বকাপে বাংলাদেশের থিম সং।

বিশ্বকাপে নিজের দেশকে শুভকামনা জানাতে থিম সংয়ের সংস্কৃতি বেশ পুরানো। ১৯৯৯ সালে বাংলাদেশ দল যখন প্রথম বিশ্বকাপে অংশ নেয় তখন সবার কণ্ঠে বাজে ‘গুডলাক বাংলাদেশ গুডলাক’। গত বিশ্বকাপে থিম সং ছিল ‘চলো বাংলাদেশ, চলো বিশ্ব উঠানে।’ এবারের ইংল্যান্ড বিশ্বকাপে বাংলাদেশের থিম সং ‘খেলবে টাইগার, জিতবে টাইগার।’

বাংলাদেশের ১৬ কোটি মানুষের প্রতিনিধি ১৫ ক্রিকেটার। তাদের সঙ্গে যে সবাই আছে সেটি নিয়েই করা হয়েছে থিম সংটি। যে কারণে মিউজিক ভিডিওতে রাখা হয়েছে দেশের নানা শ্রেণির মানুষকে। শুধু তাই নয়, ক্রিকেট দলকে ঘিরে বাংলাদেশের মানুষের উন্মাদনার আর প্রত্যাশার চিত্র তুলে ধরা হয়েছে আড়াই মিনিটে।

জাতীয় দলের পৃষ্ঠপোষক ইউনিলিভার তাদের পণ্য লাইফবয়ের ব্র্যান্ডিং করছে এবারের বিশ্বকাপে।

সূদূর ইংল্যান্ডে বসেই স্কাইপে ভিডিও কলের মাধ্যমে থিম সংটি উপভোগ করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।  অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা জানিয়েছেন, থিম সং সুন্দর হয়েছে।

ভিডিওতে দেখুন বিশ্বকাপে বাংলাদেশের থিম সং-

 

শেয়ার করুনঃ

Leave a Reply