১৬ এপ্রিল ২০২৪ / ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৮:৩১/ মঙ্গলবার
এপ্রিল ১৬, ২০২৪ ৮:৩১ অপরাহ্ণ

এবার ৫ লাখ কোটি টাকার উন্নয়ন বাজেট হবে: প্রধানমন্ত্রী

     

আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ৫ লাখ কোটি টাকার উন্নয়ন বাজেট উপস্থাপন করতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আগামী ১৩ জুন জাতীয় সংসদে বাজেট পেশ করা হবে। আমাদের এবারের বাজেট হবে ৫ লাখ কোটি টাকার ওপরে। আজ শনিবার (২৫ মে) গণভবনে রাজনীতিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, ‘১৯৯৬ সালে যখন সরকার গঠন করি, তখন আমাদের বাজেট ছিল মাত্র ৬১ হাজার কোটি টাকা। চলতি অর্থ বছরে (২০১৮-১৯ অর্থ বছরে) ৪ লাখ ৬৪ হাজার কোটি টাকার বাজেট দিয়েছিলাম।  এবার আমরা নতুন বাজেট দিতে যাচ্ছি আগামী জুন মাসে। আমরা ১৩ জুন পার্লামেন্টে বাজেট উপস্থাপন করবো।’

এই ইফতারে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার আমন্ত্রণে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের নেতারা অংশ নেন। জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা, স্পিকার, মন্ত্রী পরিষদ সদস্য, নতুন নির্বাচনী সংলাপে অংশ নেয়া রাজনৈতিক দল এবং জোটের শীর্ষ নেতারাও অংশ নেন ইফতারে।ইফতারের আগেই অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাগত বক্তব্যে দেশ ও জাতি গঠনে বঙ্গবন্ধুর অবদান তুলে ধরেন তিনি। পাশাপাশি আগামী অর্থবছরের উন্নয়ন বাজেট প্রসঙ্গও তুলে ধরেন সরকার প্রধান। এ সময় দেশের জনগণের ভোটের মূল্যায়ন করতে উন্নয়নের আশ্বাস দেন প্রধানমন্ত্রী।এ ছাড়া মাদক ও সন্ত্রাস মুক্ত নতুন প্রজন্ম উন্নয়নের ধারা অব্যাহত রাখবে বলে আশাপ্রকাশ করেন প্রধানমন্ত্রী।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply