২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / সকাল ১০:৫৮/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ১০:৫৮ পূর্বাহ্ণ

পাহাড়তলী থেকে ১০ লাখ টাকার কাঠ জব্দ

     

চট্টগ্রাম নগরীর কাপ্তাই সড়কের পাহাড়তলী এলাকা থেকে ১০ লাখ টাকার বিভিন্ন প্রজাতির পাহাড়ি কাঠ জব্দ করা হয়েছে। ২৩ মে বৃহস্পতিবার রাত ১টার দিকে বন রেঞ্জ কর্মকর্তা (সদর) ওমর ফারুকের নেতৃত্বে অভিযান চালিয়ে গাড়িসহ কাঠ জব্দ করে। এ সময় উপস্থিত ছিলেন সহকারী বন কর্মকর্তা গাজী বাহার আহমদ। পার্বত্য চট্টগ্রাম (দক্ষিণ) বন বিভাগের জ্বালানি কাঠের টিবি নিয়ে কাপ্তাই রাস্তা হয়ে চট্টগ্রাম নগরীতে অবৈধভাবে সেগুন কাঠ পাচারের দায়ে একটি মামলাও দায়েরের প্রক্রিয়া চলছে। জ্বালানি কাঠ রয়েছে ১৩০ ফুট, গামার লক রয়েছে ২৬০ ফুট, সেগুন লক ১৩০ ফুটসহ মোট ৪০০ ঘন ফুট কাঠ রয়েছে। যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা। সদর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ ফারুক জানিয়েছেন, জ্বালানি কাঠের টিবি নিয়ে অবৈধভাবে সেগুন কাঠ পাচারের দায়ে (চট্টমেট্রো ট-১১-২৪১৮) গাড়িসহ কাঠ জব্দ করা হয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুনঃ

Leave a Reply