২৪ এপ্রিল ২০২৪ / ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ২:০৫/ বুধবার
এপ্রিল ২৪, ২০২৪ ২:০৫ পূর্বাহ্ণ

শনিবার বঙ্গবন্ধু হলে জাহাঁগিরিয়া শাহ্সুফি মমতাজিয়ার মাহে রমজানের তাৎপর্য শীর্ষক সেমিনার

     

 

২৫ মে শনিবার, বেলা ২.৩০টায় চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে জাহাঁগিরিয়া শাহসুফি মমতাজিয়া দরবার শরীফ এর উদ্যোগে ও আনজুমান এ জাহাঁগিরিয়া শাহসুফি মমতাজিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় চন্দ্র দর্শন বিষয়ক সংবাদ সম্মেলন, পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জাহাঁগিরিয়া শাহ্সুফি মমতাজিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা শাহ্সুফি সৈয়্যদ মোহাম্মদ আলী শাহ মমতাজি (ম.জি.আ)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ, পটিয়া থেকে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব সামশুল হক চৌধুরী। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম-১৪ আসন নির্বাচিত মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও সাউথইস্ট ইউনিভার্সিটি প্রতিষ্ঠাতা ভাইস চ্যান্সেলার অধ্যাপক ড. এম শমসের আলী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক, ওআইসি ফিকাহ্ একাডেমিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সাবেক পরিচালক আল্লামা মুফতি ড. সৈয়্যদ আবদুল্লাহ আল মারুফ। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক সহকারী প্রধান ও মহাকাশবিদ্যা বিষয়ক বিশেষজ্ঞ এয়ার কমোডর (অব.) ড. সৈয়্যদ জিলানী মাহবুবুর রহমান পিএসসি, পি.ইঞ্জি. ও জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া চট্টগ্রামের মুহাদ্দিস আল্লামা মীর মুহাম্মদ আলাউদ্দিন আল কাদেরি (ম.জি.আ.)সহ দেশবরেণ্য ইসলামী চিন্তাবিদ, পীর মাশায়েখ, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে যথাসময়ে সংশ্লিষ্ট ও আগ্রহীদের উপস্থিত থাকার জন্য আনজুমান এ জাহাঁগিরিয়া শাহ্সুফি মমতাজিয়া ট্রাস্টের নির্বাহী পরিচালক শাহ্জাদা মাওলানা মুহাম্মদ মতি মিয়া মনসুর অনুরোধ জানিয়েছেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply