২৩ এপ্রিল ২০২৪ / ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৪:৪২/ মঙ্গলবার
এপ্রিল ২৩, ২০২৪ ৪:৪২ অপরাহ্ণ

ভারত আবারও জয়ী হলো: নরেন্দ্র মোদি

     

ভারতের লোকসভা নির্বাচনে বেসরকারি ফলাফলে বড় জয় পেয়েছে বিজেপি। জয় পাওয়ার পর নরেন্দ্র মোদি টুইট করেছেন। তিনি এই ফলকে ভারতের বিজয় বলে উল্লেখ করেন।

মোদি লিখেন, ‘আমরা একসঙ্গে বড় হই। একসঙ্গে সমৃদ্ধ হই। আমরা সবাই মিলে শক্তিশালী ভারত গড়ে তুলব। ভারত আবারও জয়ী হলো। বিজয়ী ভারত।’ বৃহস্পতিবার লোকসভা নির্বাচনের ভোট গণনা হয়। এতে বিপুল ব্যবধানে এগিয়ে যায় ক্ষমতাসীন বিজেপি। পশ্চিমবঙ্গেও বিজেপি আগের চেয়ে বেশি আসনে এগিয়ে।

উল্লেখ্য, ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার ৫৪৩ আসনে মোট সাত ধাপে ভোট গ্রহণ হয়। সেই হিসেবে কোনো দলকে সরকার গঠন করতে হলে পেতে হবে ২৭২টি আসন।

বেসরকারি ফলাফল অনুযায়ী দেখা যায়, নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন জোট এগিয়ে আছে ৩৪৬ আসনে, কংগ্রেস ৮৯ এবং অন্যান্য দল ১০৭ আসনে। এতে দেখা যায়, ইতোমধ্যে ২৭২টি আসন পার করেছে বিজেপি।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply