২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সন্ধ্যা ৬:২৬/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ৬:২৬ অপরাহ্ণ

মানবিক কল্যাণে সচেতন মানুষকে এগিয়ে আসতে হবে -মেয়র

     

 

মানবিক কল্যাণে সচেতন মানুষকে এগিয়ে আসতে হবে। মানুষ মানুষের জন্য। বিশেষ করে রমজান মাসে দুস্থ, সহায়সম্বলহীন মানুষদেরকে চিহ্নিত করে সচেতন ও বিত্তবান ব্যক্তিদের এগিয়ে আসতে হবে। যাতে সমাজের সংকট অর্থনৈতিক দৈন্যতা দূর হবে। অবাধ দান ও সহযোগিতার ফলে যাতে সমাজের অস্থিরতা কমে আসে। হাজি মমতাজ-বজল ফাউন্ডেশনের উদ্যোগে ২৩ মে নগরীর এক কিলোমিটারের একটি কমিউনিটি সেন্টারে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দিন প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন এবং তিনি নিজ হাতে বারো শতাধিক অসহায় মানুষকে উক্ত সামগ্রী বিতরণ করেন। উক্ত অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব তসকির আহমদের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন নগর আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মোহাম্মদ ইছা, মহানগর যুবলীগ নেতা এছারুল হক এসরাল। আরো উপস্থিত ছিলেন খোরশেদ আলম, শেখ আহমদ, মনির আহমেদ, দিদারুল আলম, আবু তাহের রিপন, মো. জাহেদ, মো. ফরিদ, মো. মোরশেদ, মো. সিফাত, মো. লিটন, মো. মনজুর, মো. সোহান, মো. মাসুদ, মো. টিপু, মো. রাসেল প্রমুখ। হাজী মমতাজ-বজল ফাউন্ডেশন প্রতি বছরের ন্যায় এ বছরও ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ করেছে। পূর্ব ষোলশহর এলাকার প্রায় ৫ হাজার মানুষ চিহ্নিত করে পর্যায়ক্রমে এ সামগ্রী বিতরণ করা হবে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply