২৫ এপ্রিল ২০২৪ / ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সন্ধ্যা ৭:২৬/ বৃহস্পতিবার
এপ্রিল ২৫, ২০২৪ ৭:২৬ অপরাহ্ণ

বরফের নানা ব্যবহার

     

সাধারণত পানীয় ঠাণ্ডা করতেই বরফের টুকরো ব্যবহার করে থাকি। কখনো আঘাত লাগলে, সেটি সারিয়ে তুলতেও ব্যবহার করা হয় বরফের টুকরো। কিন্তু এর বাইরে আরও অনেক ব্যবহার রয়েছে সেগুলো জেনে নিন->> দুষ্টুমি করে চুলে যদি বন্ধুরা চুইংগাম আটকে দেয় তবে ফট করে কেটে ফেলবেন না। চুলের সেই জায়গায় বরফ ঘষতে থাকুন। বরফের সঙ্গে চুইংগাম উঠে আসবে।

>> ফ্রিজে থাকা কড়কড়ে ঠাণ্ডা ভাত গরম করার সময় একটুকরো বরফ দিয়ে দিন। ভাত গরম হবে আর বরফ গলতে থাকবে। ফলে আর্দ্রতা ফিরে পাবে ভাত। একদম নতুন ঝরঝরে ভাত মনে হবে।  >> কাপড় ইস্ত্রি করতে গেলে পানি না ছিটিয়ে বেশি কুঁচকানো অংশে বরফ ঘষে নিন। দেখবেন খুব দ্রুত কাপড় ইস্ত্রি করে ফেলতে পারবেন কোনো হ্যাপা ছাড়াই।>> জামা কাপড়ে বা জুতায় চুইংগাম লাগলে একই ব্যবস্থা নিতে হবে। বরফ ঘষতে থাকলে চুইংগাম শক্ত হয়ে উঠে আসবে।>> ত্বকের যে কোনো জ্বালাপোড়ায় বরফ ব্যবহার করুন। কমে যাবে।
তথ্যসূত্র :  জিনিউজ

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply