এমপি যখন বাঁধনির্মাণ শ্রমিক

সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালিগঞ্জ) আসনের সংসদ সদস্য (এমপি) এস এম জগলুল হায়দার এখন রীতিমত বাঁধনির্মাণ শ্রমিক। কোমরে গামছা বেঁধে আর মাথায় মাটিকাটা ঝুড়ি নিয়ে শ্রমিকদের কাতারে মিশে কাজ করছেন।
বঙ্গোপসাগরের নিকটবর্তী সুন্দরবনের কোল ঘেঁষে আইলা বিধৌত শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের পূর্ব দূর্গাবাটি এলাকায় দেখা দিয়েছে ভয়াবহ ভাঙন। সেই ভাঙন ঠেকাতে শ্রমিক হিসেবে কাজ করছেন এমপি।