১৯ এপ্রিল ২০২৪ / ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১১:৩৫/ শুক্রবার
এপ্রিল ১৯, ২০২৪ ১১:৩৫ অপরাহ্ণ

দোয়া ও ইফতার মাহফিলে সাংসদ লে.জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী

     

 

চট্টগ্রামস্থ সোনাগাজী সমিতির ইফতার ও দোয়া মাহফিল গত ১৮ মে নগরীর পাহাড়তলী ডায়মন্ড টাচ্ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। সোনাগাজী সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ ফয়েজুল কবিরের সভাপতিত্বে এবং যুগ্ন সম্পাদক সৈয়দ রবিউল হক শিমুল ও শিক্ষা ও সমাজ কল্যাণ সম্পাদক আবু আহম্মেদ মিঞার যৌথ সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ফেনী ৩ আসনের সাংসদ লেঃ জেঃ (অব:) মাসুদ উদ্দিন চৌঁধুরী।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিশ্ব ব্যাংক আর্থ ব্যবস্থাপনার যুগ্ন সচিব মোঃ মাহবুবুল হক, সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন, সমাজ সেবক সিরাজুল ইসলাম, নাজমুল করমি দুলাল, চট্টগ্রাম ওয়াসার প্রধান রাজস্ব কর্মকর্তা মাহামুদুল হক আপেল, চট্টগ্রাম রেলওয়ের প্রধান প্রকৌশলী মোঃ আব্দুল জললি, সোনাগাজী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ সামশুল হক, আলহাজ্ব মো: শাহজাহান, মাস্টার আমির হোসেন, কাজী এমএ হান্নান জিলানী, দেলোয়ার হোসেন নিয়াজী, সমাজ সেবা অধিদপ্তর পরিচালক জসীম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নুরুল আবছার তৌহিদ, অর্থ সম্পাদক এড.আব্দুল ওহাব, সাইফুল ইসলাম, ড. মোঃ আলাউদ্দিন, ৬ নং চর চান্দিয়া ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন মিলন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল হক। ইফতার ও দোয়া মাহফিলে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পরেন হাফজ মোঃ জসিম উদ্দিন। চট্টগ্রামস্থ সোনাগাজী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফেণী ৩ আসনের সাংসদ লেঃ জেঃ (অব:) মাসুদ উদ্দিন চৌঁধুরী বলেন, চট্টগ্রামে বিভিন্ন পেশায় কর্মরত সোনাগাজীর বাসিন্দারা আজ ঐক্যবদ্ধ হয়ে দেশ জাতি ও মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। শিক্ষা ও মানব সেবায় সোনাগাজী সমিতির কর্মকর্তারা খুবই আন্তরিকতার সহিত কাজ করে যাচ্ছে জেনে আমি আনন্দিত। প্রতি বছর সোনাগাজী সমিতির ইফতার মাহফিল যেন চট্টগ্রামস্থ সোনাগাজীবাসীর মিলন মেলায় পরিণত হয়। তিনি আরও বলেন, আগামী কয়েক বছরের মধ্যে উন্নয়নে ফেণীর সোনাগাজীর চিত্র পাল্টে যাবে। সোনাগাজীতে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ করে যাচ্ছি। খুব শীঘ্রয় সোনাগাজী ইকোনেমিক জোনে রুপান্তরিত হওয়ার পাশিাপাশি বেকার যুবকদের নানা প্রশিক্ষনের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। সোনাগাজীকে একটি আধুনিক মডেল উপজেলা হিসাবে গড়ে তুলতে তিনি সকলের সহ যোগিতা কামনা করেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply