২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / বিকাল ৪:১৯/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ৪:১৯ অপরাহ্ণ

চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংক ছাড়াও ছয়টি ব্যাংকে পাওয়া যাবে নতুন নোট

     

ঈদুল ফিতরকে সামনে রেখে বাংলাদেশ ব্যাংক ছাড়াও ছয়টি তফসিলি ব্যাংকের ছয়টি শাখা থেকেও নতুন নোট ও মুদ্রা লেনদেন হবে। ২২ থেকে ৩০ মে পর্যন্ত চট্টগ্রামে নতুন নোট লেনদেন করবে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রামের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন নোট ও মুদ্রা লেনদেন করা হবে বাংলাদেশ ব্যাংকের তিনটি কাউন্টার থেকে।

এর পাশাপাশি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পোর্ট কানেক্টিং রোড, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক হালিশহর, ব্যাংক এশিয়া অক্সিজেন, যমুনা ব্যাংক বহদ্দারহাট, ব্রাক ব্যাংক বন্দরটিলা ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কাটিরহাট শাখা থেকে সাধারণ গ্রাহকরা নতুন নোট ও মুদ্রা সংগ্রহ করতে পারবেন।

২২ মে থেকে সাতদিনব্যাপী ব্যাংক লেনদেনের সময়ে একজন গ্রাহক সর্বমোট ১৮ হাজার টাকার নতুন নোটের প্যাকেট সংগ্রহ করতে পারবেন। প্যাকেটে ১০০, ৫০, ২০, ১০ টাকার নতুন নোট থাকবে।

এছাড়া, পরিমাণ অনুযায়ী নতুন ধাতব মুদ্রা সংগ্রহ করা যাবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

শেয়ার করুনঃ

Leave a Reply