২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৮:২৯/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ৮:২৯ অপরাহ্ণ

মাটিরাঙ্গায় বজ্রপাতে নিহত পরিবারের পাশে উপজেলা প্রশাসন

     

 

খাগড়াছড়ি,প্রতিনিধি

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বজ্রপাতে নিহত পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। ঘটনার ১২ ঘন্টা না পেরুতেই জেলা প্রশাসকের পক্ষে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

রোববার দুপুরের দিকে খাগড়াছড়ি জেলা প্রশাসকের পক্ষে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ মাটিরাঙ্গা হাসপাতাল কমপ্লেক্সে গিয়ে নিহত আয়েশা খাতুনের স্বামী মো: আব্দুল খালেকের হাতে অনুদানের চল্লিশ হাজার টাকা প্রদান করেন। পরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন বজ্রপাতে আহতদের দেখতে যান। এবং তাদের চিকিৎসার খোজ খবর নেন।

এ সময় মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: শামছুদ্দিন ভুইয়া, মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: খায়রুল আলম, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা বেগম, বড়নাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: আলী আকবর ও তাইন্দং ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবীরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ১৯ মে রোববার ভোররাতে আকস্মিক বজ্রপাতে আয়েশা খাতুন ও আব্দুল মমিন নামে মা ও ছেলে নিহত হয়। এ ঘটনায় একই পরিবারের দুইজনসহ তিনজন আহত হয়।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply