২৮ মার্চ ২০২৪ / ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / রাত ১১:৪৯/ বৃহস্পতিবার
মার্চ ২৮, ২০২৪ ১১:৪৯ অপরাহ্ণ

জঙ্গিবাদ সন্ত্রাস ও সকল অপকর্মের বিরুদ্ধে সাংবাদিকদের রুখে দাঁড়াতে হবে

     

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুসদের ডীন অধ্যাপক ড. সেকান্দর চৌধুরী বলেছেন গণমাধ্যম কর্মীরা ইচ্ছা করলে দেশের স্বাধীনতা, স্বার্বভৌমত্ব মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিতে পারেনা, কারণ এগুলো রাষ্ট্রীয় নীতি। আমাদের মুক্তিযুদ্ধ বিজয়ে সাংবাদিকদের ভূমিকা ছিল অপরিসীম। তিনি বলেন, গণমাধ্যম কর্মীদের দায়িত্ব ও সতর্কতার সহিত সংবাদ পরিবেশন ও প্রতিবেদন তৈরি করতে হবে। সত্য-নিষ্ঠার সাথে অপকর্ম দূর্নীতির বিরুদ্ধে সাংবাদিকদের কলম সাহসী ভূমিকা পালন করবে। তিনি আরো বলেন, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। ইসলামে মানুষ হত্যা জঘন্য অপরাধ। আজ বিশ্বব্যাপী জঙ্গিবাদের নামে মানুষ হত্যায় নেমেছে কিছু কাপুরুষ। কলঙ্কিত করছে বিশ্বমানবতার প্রতীক ইসলাম ধর্মকে। সুতরাং সংবাদ কর্মীদের সকল অপকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।চট্টগ্রাম রির্পোটারর্স ইউনিটি (সিআরইউ) আয়োজিত নগরীর চট্টগ্রাম একাডেমিতে মাহে রমজান শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে ড. সেকান্দর চৌধুরী এসব কথা বলেন।

সিআরইউ’র সভাপতি সাংবাদিক সৈয়দ দিদার আশরাফীর সভাপতিত্বে সহ-সভাপতি সজল চৌধুরী ও যুগ্ম সম্পাদক রিয়াজুর রহমান রিয়াজের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সিআরইউ’র সাধারণ সম্পাদক সাংবাদিক আলমগীর নূর। বক্তব্য রাখেন সহ-সভাপতি কামরুল হুদা, আলী আহমেদ শাহিন, এড. ফরিদা আক্তার, হারাধন চৌধুরী, রাজনীতিক স্বপন সেন, শ্রমিক নেতা ছিদ্দিকুল ইসলাম, অধ্যাপক শিব প্রসাদ, লায়ন কবিরুল ইসলাম, প্রভাষক সুমন দত্ত, বিনোদন সাংবাদিক নাছির হোসাইন জীবন, আলমগীর চৌধুরী রানা, অধ্যাপক ওসমান জাহাঙ্গীর, সাংবাদিক হারুন রশিদ, চন্দন পালিত, সিআরইউ’র উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেল, সিনিয়র যুগ্ম সম্পাদক মাসুদ ফেরদৌস কবির, অর্থ সম্পাদক আজিজুল হক, সহ-সম্পাদক জাবেদ রকি, শিব্বির আহমেদ ওসমান, পারভিন আক্তার চৌধুরী, রিমন মহুরী, ওসমান গণি, সাংগঠনিক সম্পাদক জান্নাতুল নাঈম চৌধুরী রিকু, নুরুল ইসলাম রিপন, মহিলা বিষয়ক সম্পাদক রোজী চৌধুরী, প্রকাশনা বিষয়ক সম্পাদক রাশেদুল মাওলা, কল্যাণ সম্পাদক শাহাাদাত হোসেন স্বপন, প্রশিক্ষণ ও গবেষণা বিষয়ক সম্পাদক দিদারুল আলম, সহ-প্রশিক্ষণ ও গবেষণা বিষয়ক সম্পাদক ইয়াসমিন আক্তার, সাংস্কৃতিক সম্পাদক জাহাঙ্গীর আলম, ক্রীড়া সম্পাদক সাইফুর রহমান, সদস্য শাহিনুর আক্তার, সমীরণ পাল, হান্নান রহিম, বিপ্লব দাশগুপ্ত, কবির সজল দাশ, সায়েম উদ্দিন, আজাদ উল-আমিন, সাজ্জাদ উল আমিন, শারমিন আক্তার, শিল্পী নুপুর আক্তার, মোহাম্মদ হোসেন, এনপি সাগর প্রমুখ।

শেয়ার করুনঃ

Leave a Reply