২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৪:৪৫/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ৪:৪৫ অপরাহ্ণ

বান্দরবানে শেল বিস্ফোরণে সেনা সদস্য নিহত, আহত ১১

     

বান্দরবান সদর উপজেলায় সেনাবাহিনীর ভারী অস্ত্রের ফায়ারিং রেঞ্জে পরিত্যক্ত শেল (বোমা) বিস্ফোরণে জাহেদুল ইসলাম (২৮) নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন। তার বাড়ি জেলার লামা উপজেলায় বলে জানা গেছে। এসময় আহত হয়েছেন আরও কয়েকজন সেনা সদস্যসহ অন্তত ১১ জন।

শুক্রবার (১৭ মে) বেলা ১১টার দিকে সুয়ালক ইউনিয়নের আমতলী এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

হতাহত সেনা সদস্যরা কুমিল্লা সেনানিবাসের ১৬-প্যারা ব্যাটালিয়নের সদস্য। শনিবার বিকেলে ওই এলাকায় ফায়ারিং প্রশিক্ষণের জন্য সেখানকার ঝোপ-জঙ্গল পরিস্কার করছিলেন তারা। এ সময় হঠাৎই পরিত্যক্ত শেলের বিস্ফোরণ ঘটে। ঘটনার পর আহতদের চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়ার পথে জাহেদুল মারা যান।

আহতদের মধ্যে কয়েকজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- সৈনিক হাসান, তারেকুল, আসাদ, নিপুন চাকমা, রাজু, মোস্তাফিজ ও আরিফ।

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বিজিবির বাইতুল ইজ্জত ট্রেনিং সেন্টারে কর্মরত সদর থানার পুলিশ সদস্য মো. শাহিন মিয়া  গণমাধ্যমকে জানান, ঘটনার পর আহতদের বিজিবির বাইতুল ইজ্জত ট্রেনিং সেন্টারে আনা হয়, সেখান থেকে তাদের হেলিকপ্টার করে চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে, বিস্ফোরণের বিকট শব্দে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার পর সেনাবাহিনী পুরো এলাকা ঘিরে রেখেছে।

বান্দরবানের পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, এর আগেও আমতলী এলাকায় সেনাবাহিনীর ফায়ারিং রেঞ্জে পরিত্যক্ত শেল ও বোমা বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটেছিল।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply