২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ২:০৯/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ২:০৯ পূর্বাহ্ণ

ভুয়া সাংবাদিক মাহবুবুল আলমের প্রতারণা সম্পর্কিত সতর্কীকরণ নোটিশ

     

                এতদ্বারা সর্বসাধারণের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, আমার মক্কেল আব্দুল্লাহ আল হাসান, বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সোসাইটি,রেজিঃ নং- এস-৫৯৬০, চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করিয়া আসিতেছে। আমার মক্কেলের পরিচালনাধীন সংগঠন চট্টগ্রামের গ্রাম ডাক্তারদের পেশার এবং প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে পেশার মান উন্নয়নে পল্লী চিকিৎসা সেবায় অবদান রাখিয়া আসিতেছে। বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের মৃত নুরুন্নবীর ছেলে মাহবুবুল আলম দাখিল পর্যন্ত পড়াশুনা করিয়া কালামিয়া বাজারে লিজা মুরগী ফার্মে এবং পরবর্তীতে আকবর শাহ্ থানার আশ্রম গেইট এলাকায় তামিম মেডিকেল ফার্মেসী করার সুবাদে আমার মক্কেলের সংগঠনের আকবর শাহ্ থানার ধর্ম বিষয়ক সম্পাদক হয়। উক্ত সময়ে সংগঠনের ব্যানার ব্যবহার ও সরকারি বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের ছবি ব্যবহার এবং বিভিন্ন ফার্মেসীর মালিক ও পল্লী চিকিৎসকদের ভূল তথ্য প্রদান করিয়া প্রতারিত করিতে থাকে। তাহার উক্ত অনৈতিক ও বিধি বহির্ভূত কৃতকর্মের প্রমাণ পাওয়া গেলে তাকে আমার মক্কেলের সংগঠন থেকে বহিষ্কার করা হয়।বহিষ্কার হওয়ার পর উক্ত মাহবুবুল আলম জেলা সমবায় অফিস হইতে ডবলমুরিং থানা এলাকার জন্য প্রাইমারী মেডিকেল প্রাকটিশনার ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি লিঃ নামে একটি সংগঠন নিবন্ধন করিয়াছে মর্মে দাবি করে দেশের বিভিন্ন থানায় প্রচারণা চালিয়ে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানসহ পল্লী চিকিৎসকদের নিকট হইতে অর্থ আত্মসাৎ ও প্রতারিত করিয়া আসিতেছে। উক্ত মাহবুবুল আলম কখনো নিজেকে সংগঠক এবং মিডিয়া কর্মী ইত্যাদি পরিচয় দিয়া সাধারণ মানুষসহ পল্লী চিকিৎসকদের প্রতারিত করিয়া আসিতেছে। মূলত উক্ত মাহবুবুল আলম একজন প্রতারক হয়। তাহার সহিত কোন প্রকার লেনদেন কিংবা মিথ্যা আশ্বাসে প্রতারিত না হওয়ার জন্য অনুরোধ করা যাইতেছে এবং উক্ত ব্যক্তির উত্তরূপ কর্মকান্ড সম্পর্কে তথ্য প্রাপ্ত হইলে আইনের আশ্রয় নেওয়ার জন্য অনুরোধ রহিল। ধন্যবাদান্তে মোহাম্মদ এয়াকুব এডভোকেট, জজ কোর্ট, চট্টগ্রাম। রুম নং-৫৫৬ম আইনজীবী শাপলা ভবন, কোর্টহিল, চট্টগ্রাম। ০১৮১৯-১৭৮৯০২। নং বাংলাপোস্টবিডি ২০১

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply