২৩ এপ্রিল ২০২৪ / ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৩:২৭/ মঙ্গলবার
এপ্রিল ২৩, ২০২৪ ৩:২৭ অপরাহ্ণ

সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন এ্যাম্বুলন্স ও জীপ গাড়ীর চাবি হস্তান্তর করলেন এমপি শামীম

     

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন একটি এ্যাম্বুলন্স ও উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তার একটি জীপ গাড়ী চাবি হস্তান্তর উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ইয়াকুব আলী মোড়লের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধক ও প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো. সোলেমান আলী, থানা অফিসার ইনচার্জ এসএম আব্দুস সোবহান, উপজেলা আ’লীগ আহবায়ক টিআইএম মকবুল হোসেন প্রামানিক, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এমদাদুল হক বাবলু, উপজেলা জাপার সহ-সভাপতি ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে জাপার চেয়ারম্যান প্রার্থী আহসান হাবীব খোকন, পৌর জাপার সভাপতি আব্দুর রশিদ সরকার ডাবলু, উপজেলা আ’লীগ যুগ্ম আহবায়ক সাজেদুল ইসলাম, আবাসিক মেডিক্যাল অফিসার ডাক্তার আশরাফুল ইসলাম প্রমূখ। এমপি শামীম বলেন, সুন্দরগঞ্জ উপজেলার সকল জনগণের জন্য একটি স্বাস্থ্য ডাটাবেজ তৈরি করা হবে। প্রতিটি কমিউনিটি ক্লিনিকে হার্টের রোগীদের জন্য সেবা প্রদান নিশ্চিত করা হবে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি ও বেসরকারিভাবে প্রসূতি মা’দের সিজারের ব্যবস্থা করা হবে। আগামী ৩ বছরের মধ্যে সুন্দরগঞ্জকে স্বাস্থ্য সেবায় মডেল উপজেলা হিসেবে পরিণত করা হবে। পরে স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তার হাতে এ্যাম্বুলন্স ও জীপ গাড়ীর চাবি হস্তান্তর করেন এমপি শামীমসহ অতিথিবৃন্দ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply