২৫ এপ্রিল ২০২৪ / ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ১০:৪৯/ বৃহস্পতিবার
এপ্রিল ২৫, ২০২৪ ১০:৪৯ পূর্বাহ্ণ

সোহেল ফখরুদ-দীনের নির্বাচিত প্রবন্ধগুচ্ছ’র প্রতিটি পাতা যেন ইতিহাসের অংশ

     

 

১১ মে ২০১৭ সকাল সাড়ে এগারটায় চট্টগ্রাম নগরীর হোটেল সেন্টমার্টিন লিমিটেড এর অডিটরিয়ামে বিশিষ্ট ইতিহাস গবেষক, প্রাবন্ধিক ও চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের সভাপতি সোহেল মো. ফখরুদ-দীন রচিত “সোহেল মো. ফখরুদ-দীন এর নির্বাচিত প্রবন্ধগুচ্ছ” গ্রন্থ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান বক্তারা বলেছেন, সোহেল ফখরুদ-দীনের “নির্বাচিত প্রবন্ধগুচ্ছ” বাংলা ও ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাস ঐতিহ্যের সমৃদ্ধ দলিল হিসেবে বিবেচিত হবে। প্রবন্ধগুচ্ছ এর বইটিতে তাঁর ৪৭টি প্রবন্ধের মাধ্যমে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, দিল্লিসহ ভারতীয় উপমহাদেশের অনেক প্রাচীন প্রতœ ইতিহাস উঠে এসেছে। এই গ্রন্থটিতে চট্টগ্রামে মুসলমান আগমন, ভারতীয় উপমহাদেশের প্রথম দুর্গাপূজার সূচনা, মোগল যুদ্ধের ইতিহাস, সাংবাদিকতার ইতিহাস ও হাজার বছরের শ্রেষ্ঠ মনীষীদের জীবনকর্ম বর্তমান প্রজন্মের কাছে গ্রন্থটির মাধ্যমে সুন্দরভাবে তুলে ধরেছেন। এ বইটির মাধ্যমে বর্তমান প্রজন্ম প্রাচীন অনেক ইতিহাসের সন্ধান লাভ করবে। ইতিহাস গবেষক হিসেবে সোহেল মো. ফখরুদ-দীন এই গ্রন্থটির মাধ্যমে সফলতার ইতিহাস হয়ে থাকবে। চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের অন্যতম প্রতিষ্ঠাতা বিশিষ্ট ইতিহাসবিদ ও প্রাবন্ধিক এবিএম ফয়েজ উল্লাহর সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত ভাষাবিজ্ঞানী ও বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব, ব্যাকরণবিদ ড. মোহাম্মদ আমীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডায়মন্ড সিমেন্ট লিমিটেড এর পরিচালক, শিক্ষানুরাগী, সমাজকর্মী আলহাজ আজিম আলী, অধ্যক্ষ ইউনুচ কুতুবী, হোটেল সেন্ট মার্টিন লিমিটেড এর মানবসম্পদ বিভাগের প্রধান প্রফেসর মোহাম্মদ ইউসুফ, সাংবাদিক ওসমান গণি, রাজনীতিবিদ মোস্তাক আহমদ, বিশিষ্ট সাংবাদিক ও প্রাবন্ধিক নুর মোহাম্মদ রানা, গ্রন্থ প্রণেতা সোহেল মো. ফখরুদ-দীন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply