২৫ এপ্রিল ২০২৪ / ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সন্ধ্যা ৬:১০/ বৃহস্পতিবার
এপ্রিল ২৫, ২০২৪ ৬:১০ অপরাহ্ণ

সুন্দরগঞ্জে বিলুপ্ত গরুর গাড়ি সচল হচ্ছে দিনমজুর সংকটে

     

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
‘ওকি গাড়িয়াল ভাই হাকাও গাড়ি তুই চিলমারির বন্দরে……..’। মরমি কণ্ঠশিল্পী আব্বাস আলীর সেই গানের প্রধান উপকরণ গরুর গাড়ি আজ বিলুপ্ত প্রায়। ইদানিং দিনমজুর সংকট সেই গরুর গাড়ি আবার সচল হতে দেখা যাচ্ছে। চলতি ইরিবোর মৌসুমে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌর সভায় তীব্র দিন মজুর সংকট দেখা দিয়েছে। মধ্যবিত্ত ও নি¤œবিত্ত শ্রেণির কৃষকরা দিনমজুর না পাওয়ায় স্ত্রী,পুত্র ও পরিবারের সদস্য নিয়ে ধান কাটামাড়াই করছে। ক্ষেত থেকে ধানের আটি বাড়ির উঠানে নেয়ার জন্য ব্যবহার করা হচ্ছে ঘোড়া ও গরুর গাড়ি এবং ভ্যান। কোন কোন এলাকায় তাও পাওয়া যাচ্ছে না। বিপাকে পড়েছে কৃষকরা। কথা হয় চন্ডিপুর ইউনিয়নের কৃষক মনজু মিয়ার সাথে। তিনি বলেন, দিনমজুর সংকটের কারণে ৩বিঘা জমির পাকা ধান এখনও কেটে বাড়িতে নিয়ে আসতে পারেনি। সে কারণে পরিবারের সদস্যদের নিয়ে ধান কাটলেও ক্ষেত থেকে বাড়ির উঠানে নিয়ে আসার কোন ব্যবস্থা করতে পারছেন না । নিজে গরুর গাড়ি সাজিয়ে ক্ষেত থেকে ধানের আটি নিয়ে আসছে। এছাড়া চরাঞ্চলের কৃষকরা ক্ষেত থেকে বাড়ির উঠানে ধানের আটি নিয়ে আসার কাজে ঘোড়ার গাড়ি ব্যবহার করছে। চন্ডিপুর ইউপি চেয়ারম্যান ফুল মিয়া জানান, ইরিবোর ধান নিয়ে বিপাকে পড়েছে কৃষকরা। দিনমজুর না থাকায় ধান কেটে বাড়ির উঠানে আনতে পারছে না। এখন অনেকে ঘোড়া ও গরুর গাড়ি এবং ভ্যান দিয়ে ক্ষেত থেকে ধানের আটি নিয়ে আসছে। উপজেলার বেলকা বাস স্টান্ডে ঢাকা যাওয়ার উদেশ্যে দাড়িয়ে থাকা দিনমজুর ফরমান আলী জানান। এলাকার চেয়ে ভিন্ন জেলায় গিয়ে কাজ করলে বা অটোবাইক চালালে দিনমজুরি বেশি পাওয়া যায়। এছাড়া এলাকায় তো বেশি দিন কাজ চলে না। তাই ধান কাটার জন্য বগুড়া যাচ্ছি। শান্তিরাম গ্রামের প্রবীণ কৃষক মোজাহার আলী জানান, আজ থেকে ৩০ বছর আগে তো কৃষকরা নিজেই ধান কাটা মারাই করত। ধান কেটে গরুর গাড়িতে করে বাড়িতে নিয়ে এসে মাড়ত। এখন দিন মজুর না থাকার কারণে অনেকে গরুর গাড়ি সাজিয়ে বিল থেকে ধান কেটে বাড়িতে নিয়ে আসছে। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সৈয়দ রেজা-ই মাহমুদ জানান, চলতি মৌসুমে ইরিবোর ধানের ফলন ভাল হয়েছে। তবে দিনমজুর সংকট রয়েছে। গরুর গাড়ি ছিল এক সময় কৃষককের কৃষি কাজের একমাত্র উপকরণ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply