২৪ এপ্রিল ২০২৪ / ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৯:৫২/ বুধবার
এপ্রিল ২৪, ২০২৪ ৯:৫২ পূর্বাহ্ণ

‘রবীন্দ্রনাথ ঠাকুর’ বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র

     

 

খাগড়াছড়ি,প্রতিনিধি

কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮তম জম্মজয়ন্তী উপলক্ষে খাগড়াছড়িতে আলোচনা সভা ও সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৮মে সকাল সাড়ে ১১টায় জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে শহরের হাসপাতাল সড়কে ঝর্ণাধারা ও কচিকাচার মেলার কার্যালয়ে আলোচনা সভা ও সংগীতানুষ্ঠান উদযাপন করা হয়।

খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আবুল হাশেম এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, পার্বত্য জেলা পরিষদের সদস্য মংসুইপ্র“ চৌধুরী অপু। বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাউদ্দিন, চেম্বার অব কমার্স প্রতিনিধি সুদর্শন দত্ত, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ও কচি কাচা মেলার পরিচালক সাংবাদিক জীতেন বড়–য়া ও জেলা শিক্ষক সমিতির প্রতিনিধি স্বপন চৌধুরী প্রমূখ।

আলোচনা সভায় বক্তারা বিশ^কবি রবীন্দ্রনাথ ঠাকুরের অসামান্য অবদানের ইতিহাস তুলে ধরে বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র। রবীন্দ্রনাথ বাংলা গল্প, কবিতা, প্রবন্ধ, উপন্যাসে নতুন মাত্রা যোগ করেছে। রবীন্দ্রনাথে সৃষ্টি নাগরিক জীবনের সকল আবেগ-অনুভুতিকে স্পর্শ করেছে। তিনি বাংলা ভাষাভাষিদের মধ্যে প্রথম নোবেল বিজয়ী বলে উল্লেখ করে। আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পিদের অংশ গ্রহণে সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply