১৯ এপ্রিল ২০২৪ / ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৫:১৫/ শুক্রবার
এপ্রিল ১৯, ২০২৪ ৫:১৫ অপরাহ্ণ

ছিঁড়বে না কবু এ বাঁধন

     

আজহার মাহমুদ
কিছু স্বপ্ন আর কিছু ভালোবাসাকে পুজি করে ২০১৭ সালের অক্টোবরের ১৫ তারিখ প্রথম পা রাখি ওমরগনি এমইএস কলেজে। যেখানে আমি বর্তমানে হিসাব বিজ্ঞান নিয়ে ২য় বর্ষে পড়াশুনা করছি। ওমরগনি এমইএস কলেজে আমার পড়ার স্বপ্ন ছিলো একাদশ শ্রেণি থেকেই। তবে সে স্বপ্নটা তখন পূরণ না হলেও অনার্সে এসে পূরণ হয়েছে এটাই আমার আনন্দের বিষয়। এ ক্যাম্পাস আজ আমি পরিচিত এক মুখ। প্রথমদিন ক্যাম্পাস এসেই পেয়েছি দুটি প্রিয় বন্ধু। অনিমেষ আর নিজাম। তারপর আস্তে আস্তে কত বন্ধু হয়েছে আমার সেটা মনে নাই। আমার বিভাগ ছাড়াও ব্যবস্থাপনা, ইংরেজী, বাংলা, ইতিহাস এবং বিবিএস বিভাগেও আমার বন্ধু অনেক। যা হিসেব করে মেলানো যাবে না। এটাই বুঝি ভালোবাসা। ক্যাম্পাস ঢুকতেই ‘বন্ধু’ শব্দটা শুনি। কি মধুর শব্দ!
মাঝে মাঝে মনে হয় এমন দিনগুলো যেন কখনও শেষ না হয়। কিন্তু একদিনতো সবকিছু ছেড়ে চলে যেতে হবে। তবে হ্যাঁ, বন্ধুত্বের এ বাঁধন ছিড়বে না কবু। ক্যাম্পসে এসে এমন কিছু বন্ধু পেয়েছি যা আমার জীবনের উপহারও বটে। তাদের সাথে থাকলে কেটে যায় সব দুঃখ। আনন্দ, বিনোদন, জ্ঞান, বিতর্ক আর ফান সবকিছুই এদের মাঝে আমি পাই। আমি কখনও ভাবতে পারিনি আমার স্বপ্নের ক্যাম্পাসে এরকম কিছু স্বপ্নময়ী বন্ধু পাবো। কিছু বান্ধবী আছে যারা আমায় প্রচন্ড মারে। তার মধ্যে অন্যতম মিতু। আমি সবসময় তাদের কথাগুলো নিয়ে মজা আর হাসি-তামাশা করি। কিন্তু সত্যি, একদিন তার মারগুলোও খুব মিস করবো। মিস করবো প্রতিটা বন্ধুকে। মিস করবো স্বপ্নের এ ক্যাম্পাসকেও। শুধু প্রত্যাশা থাকবে- এ বাঁধন যেন কখনও না ছিড়ে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply