২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / দুপুর ১২:২২/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ১২:২২ অপরাহ্ণ

রমজানে পর্যাপ্ত বিদ্যুৎ-গ্যাস-পানি সরবরাহ নিশ্চিত করার দাবি

     

 

আসন্ন পবিত্র মাহে রমজানকে সামনে রেখে কালোবাজারী ও মজুদধারীরা নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ও দেশের প্রধান খাদ্য চাউল গুদামজাত করে কৃত্রিম সংকট সৃষ্টি করার কারণে অসহায় মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়। এ অবস্থায় জরুরী ভিত্তিতে পর্যাপ্ত খাদ্য সহায়তা দেয়া হোক। এছাড়াও বক্তারা চলমান সময়ে যে ভাবে দেশে তাপদাহ বিরাজ করছে তার মধ্যেও ঘন ঘন লোডশেডিং এর কারণে জনজীবন বিপন্ন হতে চলেছে। তাই যতদ্রুত সম্ভব নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর উর্দগতি রোধ ও পর্যাপ্ত বিদ্যুৎ-গ্যাস-পানি সরবরাহ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবী জানান। সম্প্রতি নগরীর দক্ষিণ পতেঙ্গা নিজাম মার্কেটস্থ অস্থায়ী কার্যালয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা পতেঙ্গা থানা শাখার প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর দক্ষিণের সহ-সাংগঠনিক সম্পাদক আলমগীর ইসলাম বঈদী উপরোক্ত কথাগুলো বলেন। শায়ের মুহাম্মদ আমিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে উদ্বোধক ছিলেন ইসলামী ফ্রন্ট নেতা মাওলানা আবু ছাদেক রেজভী। বিশেষ অতিথি ছিলেন ছাত্রসেনার কেন্দ্রীয় সদস্য মাওলানা এইচ.এম রবিউল হাসান, মাওলানা মুহাম্মদ রবিউল আলম কাদেরী, মাওলানা জাকেরুল আলম। প্রধান বক্তা ছিলেন ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর দক্ষিণের সহ-সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ হুমায়ুন কবির। নির্বাচন কমিশনার ছিলেন ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর দক্ষিণের শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ জসিম উদ্দিন। বক্তব্য রাখেন যুবসেনা ৪১ নং ওয়ার্ড শাখার সভাপতি মুহাম্মদ ছালেহ নুর, সাধারণ সম্পাদক আলমগীর হোসাইন, অর্থ সম্পাদক দিদারুল আলম, মুহাম্মদ আনিস প্রমুখ। কাউন্সিলে আমিরুজ্জামানকে সভাপতি, আনোয়ার হোসাইনকে সাধারণ সম্পাদক, মুহাম্মদ আকবর হোসেন কে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।

শেয়ার করুনঃ

Leave a Reply