২৪ এপ্রিল ২০২৪ / ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৪:২৩/ বুধবার
এপ্রিল ২৪, ২০২৪ ৪:২৩ পূর্বাহ্ণ

ফ্লোরিডায় ১৩৬ যাত্রী নিয়ে বিমান নদীতে!

     

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবতরণের সময় যাত্রীবাহী বোয়িং-৭৩৭ মডেলের একটি বিমান রানওয়ে থেকে ছিটকে নদীতে পড়ে গেছে। এসময় বিমানটিতে ১৩৬ জন যাত্রী ছিল। অল্পের জন্য বিমানে থাকা সকলে রক্ষা পেয়েছেন।

৩ মে, শুক্রবার রাতে ফ্লোরিডার জ্যাকসনভিল বিমানবন্দরে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিট নাগাদ বিমানটি ফ্লোরিডার জ্যাকসনভিলের কাছে নৌসেনা ঘাঁটির বিমানবন্দরে অবতরণ করে। কিন্তু বিমানটি নিয়ন্ত্রণ না রাখতে পেরে রানওয়ে পিছলে সোজা গিয়ে পড়ে পাশের সেন্ট জন্স নদীতে।

জ্যাকসনভিল শহরের মেয়র লেনি কোরি টুইটে বলেছেন, ‘১৩৬ যাত্রী রানওয়ে ছিটকে নদীতে গিয়ে পড়ে গেছে, ব্যাপারটি আমি জেনেছি। আমাদের জরুরি নিরাপত্তা কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। তবে এ ঘটনায় যাত্রীরা সবাই নিরাপদে আছেন।’

ফ্লোরিডার জ্যাকসনভিলের নেভাল এয়ার স্টেশনের মুখপাত্র জানান, বিমানটি যেখানে পড়েছে, সেখানে পানি খুব একটা বেশি ছিল না। যে কারণে বিমানটি পানিতে নিমজ্জিত হয়নি।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply