২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৪:২৬/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ৪:২৬ পূর্বাহ্ণ

চট্টগ্রামে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল

     

 

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ফণী’র প্রভাবে দেশের চারটি সমুদ্রবন্দরে চার নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।’ফণী’ আগামী শুক্রবার উপকূলে আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এছাড়া চট্টগ্রাম বিভাগের সব জেলায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।

এদিকে, ঘূর্ণিঝড়ের কারণে ভারতের উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর উপকূলবর্তী এলাকায় জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা।

চারদিন আগে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়া ‘ফণী’ বর্তমানে উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে একই এলাকায় অবস্থান করছে।

এর আগে বুধবার (১ মে) ভোরে চট্টগ্রাম বন্দর থেকে ১২শ’ ৭৫ কিলোমিটার, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ১২শ’ ২৫ এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ১১৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিলো।

যা ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার বেগে সামনের দিকে অগ্রসর হচ্ছে। কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৬০ কিলোমিটার যা দমকা ও ঝড়ো হওয়া আকারে ১৮০ পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

বর্তমানে ঘূর্ণিঝড়টি উড়িষ্যা উপকূলের দিকে অগ্রসর হলেও সন্ধ্যার পর এটি বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দিকে গতিপথ পরিবর্তন করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ মো. আবুল কালাম মল্লিক জানান, প্রবল এই ঘূর্ণিঝড়টি ক্রমশ দৈত্যাকার হয়ে উঠছে, ক্রমশ শক্তি সঞ্চয় করছে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply