১৯ এপ্রিল ২০২৪ / ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ২:০০/ শুক্রবার
এপ্রিল ১৯, ২০২৪ ২:০০ অপরাহ্ণ

শপথের জন্য বাড়তি সময় চেয়ে ফখরুলের আবেদন

     

সংসদ সদস্য হিসেবে শপথের জন্য বাড়তি সময় চেয়ে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে আবেদন করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবারই তিনি স্পিকারের কাছে লিখিত আবেদন করেন। সংসদ সচিবালয় আজ মঙ্গলবার বিষয়টি স্বীকার করেছে।

এর আগে সোমবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল​ ইসলাম আলমগীরকে ছাড়া সংসদ ভবনে গিয়ে শপথ গ্রহণ করেছেন বিএনপি থেকে নির্বাচিত ৪ সদস্য। তারা হলেন- মোশারফ হোসেন (বগুড়া-৪), উকিল আব্দুস সাত্তার (ব্রাহ্মণবাড়িয়া-২), আমিনুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ-২) ও হারুনুর রশিদ (চাঁপাইনবাবগঞ্জ-৩)। শপথ গ্রহণের শেষদিনে নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ নেন তারা।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিএনপি সংসদ সদস্য হারুনুর রশিদ বলেন, ‘তারেক রহমানের নির্দেশেই আমরা শপথ নিচ্ছি’।   সবটুকু খবর পড়তে ক্লীক করুন

 

 

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply