২৮ মার্চ ২০২৪ / ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / বিকাল ৫:১০/ বৃহস্পতিবার
মার্চ ২৮, ২০২৪ ৫:১০ অপরাহ্ণ

৭ মে থেকে রোজা শুরু হতে পারে

     

এ বছর  মধ্যপ্রাচ্যএ বছর মধ্যপ্রাচ্য তথা আরব দেশগুলোতে পবিত্র রমজান মাস শুরু হতে পারে ৬ মে থেকে। সেই হিসাবে বাংলাদেশে প্রথম রোজা হবে ৭ মে। আর সেহরি খেতে হবে ৬ মে দিবাগত রাতে। এ বছর রমজান ২৯ দিন হতে পারে বলেও মনে করা হচ্ছে।

কুয়েতি জ্যোতির্বিজ্ঞানীর বরাত দিয়ে গাল্ফ নিউজ বলছে, এ বছর রোজার মাস শুরু হবে ৬ মে সোমবার।

আদেল আল সাদুন নামের ওই জ্যোতির্বিজ্ঞানী বলেছেন, মুসলমানদের কাছে পবিত্র মাস রজমানের নতুন চাঁদ আগামী ৫ মে রোববার স্পষ্টভাবেই দেখা যাবে।

তিনি আরো বলেন, ‘শক্তিশালী কোনো টেলিস্কোপ ছাড়াই এটা (নতুন চাঁদ) সহজে দেখা যাবে। এ বছর রমজান মাস ২৯ দিনের হবে।’

উল্লেখ্য, ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী ১২ মাসের নবম মাস হলো রমজান। তবে কোনো মাস ২৯ না ৩০ দিনে হবে তা নির্ভর করে নতুন চাঁদ দেখার ওপর। আরবি বছর ৩৫৪ দিনে। তথা আরব দেশগুলোতে পবিত্র রমজান মাস শুরু হতে পারে ৬ মে থেকে। সেই হিসাবে বাংলাদেশে প্রথম রোজা হবে ৭ মে। আর সেহরি খেতে হবে ৬ মে দিবাগত রাতে। এ বছর রমজান ২৯ দিন হতে পারে বলেও মনে করা হচ্ছে।
এ বছরএ বছর মধ্যপ্রাচ্য তথা আরব দেশগুলোতে পবিত্র রমজান মাস শুরু হতে পারে ৬ মে থেকে। সেই হিসাবে বাংলাদেশে প্রথম রোজা হবে ৭ মে। আর সেহরি খেতে হবে ৬ মে দিবাগত রাতে। এ বছর রমজান ২৯ দিন হতে পারে বলেও মনে করা হচ্ছে।

কুয়েতি জ্যোতির্বিজ্ঞানীর এ বছর মধ্যপ্রাচ্য তথা আরব দেশগুলোতে পবিত্র রমজান মাস শুরু হতে পারে ৬ মে থেকে। সেই হিসাবে বাংলাদেশে প্রথম রোজা হবে ৭ মে। আর সেহরি খেতে হবে ৬ মে দিবাগত রাতে। এ বছর রমজান ২৯ দিন হতে পারে বলেও মনে করা হচ্ছে।

কুয়েতি জ্যোতির্বিজ্ঞানীর বরাত দিয়ে গাল্ফ নিউজ বলছে, এ বছর রোজার মাস শুরু হবে ৬ মে সোমবার।

আদেল আল সাদুন নামের ওই জ্যোতির্বিজ্ঞানী বলেছেন, মুসলমানদের কাছে পবিত্র মাস রজমানের নতুন চাঁদ আগামী ৫ মে রোববার স্পষ্টভাবেই দেখা যাবে।

তিনি আরো বলেন, ‘শক্তিশালী কোনো টেলিস্কোপ ছাড়াই এটা (নতুন চাঁদ) সহজে দেখা যাবে। এ বছর রমজান মাস ২৯ দিনের হবে।’

উল্লেখ্য, ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী ১২ মাসের নবম মাস হলো রমজান। তবে কোনো মাস ২৯ না ৩০ দিনে হবে তা নির্ভর করে নতুন চাঁদ দেখার ওপর। আরবি বছর ৩৫৪ দিনে।বরাত দিয়ে গাল্ফ নিউজ বলছে, এ বছর রোজার মাস শুরু হবে ৬ মে সোমবার।

আদেল আল সাদুন নামের ওই জ্যোতির্বিজ্ঞানী বলেছেন, মুসলমানদের কাছে পবিত্র মাস রজমানের নতুন চাঁদ আগামী ৫ মে রোববার স্পষ্টভাবেই দেখা যাবে।

তিনি আরো বলেন, ‘শক্তিশালী কোনো টেলিস্কোপ ছাড়াই এটা (নতুন চাঁদ) সহজে দেখা যাবে। এ বছর রমজান মাস ২৯ দিনের হবে।’

উল্লেখ্য, ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী ১২ মাসের নবম মাস হলো রমজান। তবে কোনো মাস ২৯ না ৩০ দিনে হবে তা নির্ভর করে নতুন চাঁদ দেখার ওপর। আরবি বছর ৩৫৪ দিনে। মধ্যপ্রাচ্য তথা আরব দেশগুলোতে পবিত্র রমজান মাস শুরু হতে পারে ৬ মে থেকে। সেই হিসাবে বাংলাদেশে প্রথম রোজা হবে ৭ মে। আর সেহরি খেতে হবে ৬ মে দিবাগত রাতে। এ বছর রমজান ২৯ দিন হতে পারে বলেও মনে করা হচ্ছে।
এ বছর মধ্যপ্রাচ্য তথা আরব দেশগুলোতে পবিত্র রমজান মাস শুরু হতে পারে ৬ মে থেকে। সেই হিসাবে বাংলাদেশে প্রথম রোজা হবে ৭ মে। আর সেহরি খেতে হবে ৬ মে দিবাগত রাতে। এ বছর রমজান ২৯ দিন হতে পারে বলেও মনে করা হচ্ছে।

কুয়েতি জ্যোতির্বিজ্ঞানীর বরাত দিয়ে গাল্ফ নিউজ বলছে, এ বছর রোজার মাস শুরু হবে ৬ মে সোমবার।

আদেল আল সাদুন নামের ওই জ্যোতির্বিজ্ঞানী বলেছেন, মুসলমানদের কাছে পবিত্র মাস রজমানের নতুন চাঁদ আগামী ৫ মে রোববার স্পষ্টভাবেই দেখা যাবে।

তিনি আরো বলেন, ‘শক্তিশালী কোনো টেলিস্কোপ ছাড়াই এটা (নতুন চাঁদ) সহজে দেখা যাবে। এ বছর রমজান মাস ২৯ দিনের হবে।’

উল্লেখ্য, ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী ১২ মাসের নবম মাস হলো রমজান। তবে কোনো মাস ২৯ না ৩০ দিনে হবে তা নির্ভর করে নতুন চাঁদ দেখার ওপর। আরবি বছর ৩৫৪ দিনে।
কুয়েতি জ্যোতির্বিজ্ঞানীর বরাত দিয়ে গাল্ফ নিউজ বলছে, এ বছর রোজার মাস শুরু হবে ৬ মে সোমবার।

আদেল আল সাদুন নামের ওই জ্যোতির্বিজ্ঞানী বলেছেন, মুসলমানদের কাছে পবিত্র মাস রজমানের নতুন চাঁদ আগামী ৫ মে রোববার স্পষ্টভাবেই দেখা যাবে।

তিনি আরো বলেন, ‘শক্তিশালী কোনো টেলিস্কোপ ছাড়াই এটা (নতুন চাঁদ) সহজে দেখা যাবে। এ বছর রমজান মাস ২৯ দিনের হবে।’

উল্লেখ্য, ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী ১২ মাসের নবম মাস হলো রমজান। তবে কোনো মাস ২৯ না ৩০ দিনে হবে তা নির্ভর করে নতুন চাঁদ দেখার ওপর। আরবি বছর ৩৫৪ দিনে।
কুয়েতি জ্যোতির্বিজ্ঞানীর বরাত দিয়ে গাল্ফ নিউজ বলছে, এ বছর রোজার মাস শুরু হবে ৬ মে সোমবার।

আদেল আল সাদুন নামের ওই জ্যোতির্বিজ্ঞানী বলেছেন, মুসলমানদের কাছে পবিত্র মাস রজমানের নতুন চাঁদ আগামী ৫ মে রোববার স্পষ্টভাবেই দেখা যাবে।

তিনি আরো বলেন, ‘শক্তিশালী কোনো টেলিস্কোপ ছাড়াই এটা (নতুন চাঁদ) সহজে দেখা যাবে। এ বছর রমজান মাস ২৯ দিনের হবে।’

উল্লেখ্য, ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী ১২ মাসের নবম মাস হলো রমজান। তবে কোনো মাস ২৯ না ৩০ দিনে হবে তা নির্ভর করে নতুন চাঁদ দেখার ওপর। আরবি বছর ৩৫৪ দিনে।ধ্যপ্রাচ্য তথা আরব দেশগুলোতে পবিত্র রমজান মাস শুরু হতে পারে ৬ মে থেকে। সেই হিসাবে বাংলাদেশে প্রথম রোজা হবে ৭ মে। আর সেহরি খেতে হবে ৬ মে দিবাগত রাতে। এ বছর রমজান ২৯ দিন হতে পারে বলেও মনে করা হচ্ছে।

কুয়েতি জ্যোতির্বিজ্ঞানীর বরাত দিয়ে গাল্ফ নিউজ বলছে, এ বছর রোজার মাস শুরু হবে ৬ মে সোমবার।

আদেল আল সাদুন নামের ওই জ্যোতির্বিজ্ঞানী বলেছেন, মুসলমানদের কাছে পবিত্র মাস রজমানের নতুন চাঁদ আগামী ৫ মে রোববার স্পষ্টভাবেই দেখা যাবে।

তিনি আরো বলেন, ‘শক্তিশালী কোনো টেলিস্কোপ ছাড়াই এটা (নতুন চাঁদ) সহজে দেখা যাবে। এ বছর রমজান মাস ২৯ দিনের হবে।’

উল্লেখ্য, ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী ১২ মাসের নবম মাস হলো রমজান। তবে কোনো মাস ২৯ না ৩০ দিনে হবে তা নির্ভর করে নতুন চাঁদ দেখার ওপর। আরবি বছর ৩৫৪ দিনে।

শেয়ার করুনঃ

Leave a Reply