২৪ এপ্রিল ২০২৪ / ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৮:৫৭/ বুধবার
এপ্রিল ২৪, ২০২৪ ৮:৫৭ অপরাহ্ণ

পেকুয়ায় ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের মামলা

     

এস. এম. ছগির আহমদ আজগরী

কক্সবাজারের পেকুয়ায় ভাইয়ে ভাইয়ে সংঘর্ষের ঘটনায় থানায় পাল্টাপাল্টি মামলা রুজুর খবর পাওয়া গেছে। এনিয়ে এলাকায় চাঞ্চল্য ও তোলপাড় চলছে। জানা যায়, উপজেলার শিলখালী ইউনিয়নের হাইস্কুল ষ্টেশন সংগ্লন্নে মৃত করম আলীর পুত্র বড় ভাই আ’লীগ নেতা ছৈয়দ আলমের সাথে ছোট ভাই প্রভাবশালী বিএনপি নেতা মোঃ আবদুর রশিদ গংয়ের মধ্যে দীর্ঘদিন ধরে জায়গা জমির মালিকানা নিয়ে বিরোধ চলে আসছিল। এনিয়ে স্থানীয় গ্রাম পরিষদে মামলাও বিচারাধীন রয়েছে। ঘটনার দিন ছোট ভাই বিএনপি নেতা আবদুর রশিদ ভাড়াটিয়া লোকজন নিয়ে বড় ভাই আওয়ামীলীগ নেতা ছৈয়দ আলমের লাগিয়তকৃত ৪০শতক জমির পাঁকা ধান কেটে নিয়ে যায়। খবর পেয়ে বড় ভাই আ’লীগ নেতা ছৈয়দ আলম ঘটনাস্থলে ছুটে গিয়ে প্রতিবাদ জানিয়ে বাঁধা দিলে ছোট ভাই বিএনপি নেতা আবদুর রশিদ ও তার লোকজন বেদড়ক পিঠিয়ে বড় ভাইকে আহত করে মাটিতে লুঠিয়ে দেয়। সংবাদ পেয়ে বড় ভাই ছৈয়দ আলমের পরিবারের লোকজন ঘটনাস্থলে ছুটে যায়। তাদের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা জমির কেটে নেওয়া পাঁকা ধান নিয়ে পালিয়ে গেলেও আহত বড় ভাই ছৈয়দ আলমকে উদ্ধার করে স্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়। একইদিন সন্ধ্যা আনুমানিক সাড়ে ৫টার দিকে ছৈয়দ আলমের স্ত্রী রাতের খাবার রান্নায় চুলায় গরম পানিতে আলু চড়ায়। এসময় ছোট ভাই আবদুর রশিদের নেতৃত্বে ফের হামলা চালালে বড় ভাই আওয়ামীলীগ নেতা ছৈয়দ আলমের স্ত্রী হুমায়রা আক্তার সাকি(৩৬), শিপা(১২) ও সাদ্দাম(০৪) নামীয়সহ ৪জন আহত হন। হামলাকালে অসতর্কভাবে হামলাকারী ছোট ভাই বিএনপি নেতা মোঃ আবদুর রশিদ হুমড়ি খেয়ে গরম পানির পাতিলের উপর পড়ায় সেও হাত ঝলসানো আহত হন। এনিয়ে দু’ভাই বাদী হয়ে থানায় পরস্পরের বিরুদ্ধে এজাহার দায়ের করলে দু’পক্ষে পাল্টাপাল্টি মামলা রুজু হয়। যার মধ্যে বড় ভাই মোঃ ছৈয়দ আলম বাদী হয়ে দায়েরকৃত মামলা নং-জি.আর ০৮/৭১-১৭। অপরদিকে ছোট ভাই বিএনপি নেতা মোঃ আবদুর রশিদ বাদী হয়ে দায়েরকৃত মামলা নং-০৬/৬৯-১৭। পেকুয়া থানার ও.সি মোঃ জহিরুল ইসলাম মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply