১৯ এপ্রিল ২০২৪ / ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১০:৪২/ শুক্রবার
এপ্রিল ১৯, ২০২৪ ১০:৪২ অপরাহ্ণ

নিরাপত্তার চাদরে ১লা বৈশাখ উৎসব পুলিশের নিরাপত্তা পরিকল্পনা

     

১৪ এপ্রিল ২০১৯খ্রি: রবিবার বাংলা নববর্ষ ১৪২৬ বরণ তথা ১লা বৈশাখ উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাংলা বর্ষবরণ উপলক্ষে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ বৈশাখী মেলা, বাঙ্গালী সংস্কৃতি বিষয়ক অনুষ্ঠানসহ বিভিন্ন ধরণের অনুষ্ঠান আয়োজন করবে। নববর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে চট্টগ্রাম জেলা পুলিশ কর্তৃক পুলিশি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জেলার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন উপজেলায় নববর্ষ উপলক্ষে বৈশাখী মেলা আয়োজন করা হয়েছে। এসব মেলায় বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ স্বত:ষ্ফূর্তভাবে অংশগ্রহণ করবে। নববর্ষ উপলক্ষে আয়োজিত বৈশাখী মেলা ও আয়োজিত অন্যান্য অনুষ্ঠানে আইন-শৃঙ্খলা রক্ষার্থে চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ হতে বিপুল সংখ্যক অফিসার-ফোর্স ডিউটিতে মোতায়েন থাকবে। নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে জেলার ১৬টি থানা এলাকায় আয়োজিত বৈশাখী অনুষ্ঠান/মেলায় ৪ স্তরে মোট ৩,০০০ জন অফিসার-ফোর্স ডিউটিতে মোতায়েন থাকবে। এছাড়া বৈশাখী মেলা উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় বিশেষ নিরাপত্তা পরিকল্পনা অনুযায়ী অফিসার-ফোর্স মোতায়েন করা হয়েছে এবং মেলার অধিক্ষেত্র সিসি টিভির আওতায় থাকবে। বাংলা নববর্ষ উপলক্ষে জেলার সড়ক/মহসড়ক ও গুরুত্বপূর্ণ স্পটে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা হয়েছে। বৈশাখী অনুষ্ঠান উপলক্ষে সড়ক/মহাসড়কের গুরুত্বপূর্ণ স্পটে চেকপোষ্ট/তল্লাশী চৌকি স্থাপন করা হবে। মেলা উপলক্ষে কন্ট্রোল রুম ও ওয়াচ টাওয়ার স্থাপন করা হবে। সন্দেহভাজন স্থান সুইপিং ও স্ক্যানিং করা হবে। বাংলা নববর্ষ উপলক্ষে মোতায়েনকৃত অফিসার-ফোর্সের ডিউটি তদারকির জন্য উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা’দের নেতৃত্বে মোবাইল টিম সার্বক্ষনিক মাঠে থাকবে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply