১৯ এপ্রিল ২০২৪ / ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৪:৫৮/ শুক্রবার
এপ্রিল ১৯, ২০২৪ ৪:৫৮ অপরাহ্ণ

চান্দগাঁওয়ে অবিলম্বে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

     

 

চান্দগাঁওয়ে এক অসহায় যুবকের পা ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করে দেয়ার প্রতিবাদে গত রবিবার চান্দগাঁও আরকান রোডে এক মানববন্ধন কর্মসূচী পালন করেন সচেতন নাগরিক সমাজ। বিকাল চারটায় আয়োজিত এই মানববন্ধনে এলাকার কয়েকশত মানুষ যোগদান করেন। অধ্যাপক গোলাম সরওয়ারের সভাপতিত্বে এবং প্রকৌশলী ইকবাল রহিমের সঞ্চালনায় এই মানববন্ধনে বক্তব্য রাখেন চবি শিক্ষক ফজলুল হক, প্রকৌশলী আবদুর রহিম, ডা. রতন কান্তি সরকার, আওয়ামী লীগ নেতা কলিম তালুকদার, যুবলীগ নেতা এস এম ফোরকান, স্বাধীনতা পার্কের কর্মচারী শেখ মুহাম্মদ, সোহেল, ব্যবসায়ী নেতা সৈয়দ বোরহান উদ্দিন, টেম্পু চালক সমিতির সভাপতি অরুণ বিশ্বাস, সনাতনী নেতা চন্দন সরকার প্রমুখ। বক্তারা অবিলম্বে এলাকার চিহ্নিত সন্ত্রাসী রাশেদ, নিশান, দিদার, মিল্লাত, হাসিব, বাপ্পী, কালা সুজন, সোহেল এবং অভিকে গ্রেফতারের দাবি জানান। বক্তারা বলেন, সন্ত্রাসী এসরাইল বিরাট বাহিনী নিয়ে চান্দগাঁও-বহদ্দারহাট জিম্মি করে রেখেছে। চান্দগাঁও থানা ম্যানেজ করে তাঁরা এই এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। প্রতিদিন এখানে চাঁদাবাজি ও মাদক বিকিকিনি হলেও পুলিশ কোন ব্যবস্থা নিচ্ছেনা। পত্রিকায় সংবাদ প্রকাশিত হলেও ওসি সাহেব তা দেখেন না। ফলে সন্ত্রাসীরা বেপারোয়া হয়ে ওঠেছে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply