২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৬:৪৭/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ৬:৪৭ পূর্বাহ্ণ

হাইকোর্টের প্রশ্ন: কর্নফুলিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান বন্ধ হলো কেন ?

     

 চট্টগ্রামের কর্ণফুলি নদীতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আর.এস জরিপ অনুযায়ী এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানকে এক মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের ডিভিশন বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেন।

আদালত প্রশ্ন করেন, উচ্ছেদ অভিযান বন্ধ হলো কেন? জবাবে রিটের পক্ষের আইনজীবী মনজিল মোরসেদ বলেন, বন্দর এলাকা বন্দর চেয়ারম্যানের অধীনে। এ কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও চট্টগ্রাম জেলা প্রশাসন অভিযান পরিচালনা করতে পারছে না। পরে হাইকোর্ট বন্দর চেয়ারম্যানকে অবৈধ স্থাপনা উচ্ছেদে নির্দেশ দেয়।

কর্ণফুলী নদীর গতিপথ স্বাভাবিক রাখতে নদীর সীমানা নির্ধারণ, দখল, ভরাট ও নদীতে যে কোনো ধরনের স্থাপনা নির্মাণ বন্ধ রাখতে হাইকোর্টে এই রিট দায়ের করেছিল হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ নামের একটি সংগঠন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply