২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ১০:১২/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ১০:১২ পূর্বাহ্ণ

চন্দনাইশে মিলাদুন্নবী (দ.) মাহফিল 

     

পাঁচ ওয়াক্ত বিশিষ্ট সালাত মহান আল্লাহ তাঁর প্রিয় হাবীব (দ.) অলৌকিক মে’রাজ রজনীতে উম্মতে মুহাম্মদীর জন্য বিশেষ উপহার হিসেবে দান করেছিলেন। মানুষের প্রতি আল্লাহ দয়াশীল হয়ে নামাজের আলোচনা পবিত্র কোরআন করিমে ৮২ বার এনেছেন। যাতে মানুষ নামাজের গুরুত্ব ও তাৎপর্য অনুধাবন করতে পারে। বান্দার প্রতি নামাজের হুকমটি আল্লাহতা’য়ালা তাঁর হাবীব কে আরশ আযীমে মেহমান করে নিয়ে গিয়ে সরাসরি উপটোকন হিসেবে দান করেছেন। আল্লাহর কাছে যতটা প্রিয় তাঁর হাবীব (দ.) ততটা প্রিয় হল সালাত। সালাত বান্দার প্রতি আল্লাহ পাকের সর্বোত্তম পুরস্কার।

৬ এপ্রিল, চন্দনাইশ পৌরসভা হারলা-দক্ষিণ জোয়ারা হাস্নাইন মঞ্জিলে পবিত্র মিরাজুন্নবী (দ.) উপলক্ষে আজিমুশশান মিলাদুন্নবী (দ.) মাহফিলে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন। শামসুল ইসলাম মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলার ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী। প্রধান বক্তা ছিলেন মধ্যম হালিশহর তৈয়্যবিয়া ইসলামিয়া সুন্নীয়া ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার মুহাদ্দিস আলহাজ্ব মাওলানা মুহাম্মদ ইউনুছ তৈয়্যবী যুক্তিবাদী। বিশেষ বক্তা ছিলেন বড়লিয়া ছালামিয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসার সাবেক সুপার আলহাজ্ব মাওলানা মুহাম্মদ জহুরুল আলম জেহাদী। স্বাগত বক্তব্য রাখেন আল্-হাসনাইন মেমোরিয়াল ফাউন্ডেশনের মহাসচিব মুহাম্মদ আলমগীর ইসলাম বঈদী। উপস্থিত ছিলেন মাওলানা মাহমুদুর রহমান আলকাদেরী, মাওলানা হাফেজ আহমদ কাদেরী, মাওলানা হাবিব আহমদ নজভী, মাওলানা আব্দুস সবুর কাদেরী, হাফেজ মুহাম্মদ সাদ্দাম হোসেন, হাফেজ মুহাম্মদ বোরহান উদ্দিন, শায়ের মোক্তার হোসেন শিবলী, শায়ের মুহাম্মদ ফয়সাল কাদেরী, হাফেজ মুহাম্মদ জাবেদ, মুহাম্মদ বাচা মিয়া চৌধুরী, মোহাম্মদ সোনা মিয়া চৌধুরী, মো. জাহাঙ্গীর আলম, মো. নুরুল আলম, ফোরকান উদ্দিন চৌধুরী, বোরহান উদ্দিন চৌধুরী প্রমুখ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply