২৮ মার্চ ২০২৪ / ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / রাত ১০:৩৩/ বৃহস্পতিবার
মার্চ ২৮, ২০২৪ ১০:৩৩ অপরাহ্ণ

বিশ্ব স্বাস্থ্য দিবসে খাগড়াছড়িতে র‌্যালী ও আলোচনা সভা ডাক্তার-রোগী আন্তরিক হলে স্বাস্থ্য সেবার অগ্রগতি সম্ভব

     

 

খাগড়াছড়ি,প্রতিনিধি

“সমতা ও সংহতি নির্ভর সর্বজনীন প্রাথমিক স্বাস্থ্যসেবা” প্রতিবাদ্যে খাগড়াছড়িতে বিশ্ব

স্বাস্থ্য দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে রবিবরার সকালে শহরের পৌর টাউন হল থেকে পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরীর নেতৃত্বে,বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিভিল সার্জন অফিসে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

খাগড়াছড়ি সিভিল সার্জন ডা. মো: ইদ্রিস মিঞার সভাপতিত্বে ও সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মেমং মারমার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সূর্যের হাসি ক্লিনিক’র ম্যানেজার দেবাশীষ তালুৃকার, ব্র্যাক প্রতিনিধি হুমায়ুন কবির, সনাক প্রতিনিধি সাংবাদিক জহুরুল আলম, ডেপুটি সিভিল সার্জন ডা. মো: সারোয়ার মাহবুব, সিনিয়র কনসালটেন্ট ডা: আ: রব, সমাজ সেবার উপ-পরিচালক মো: মনিরুল ইসলাম, গাইনি বিশেজ্ঞ ডা. জয়া চাকমা প্রমূখ।

সভা স্বাস্থ্য দিবসের উপর বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে সকলকে স্বাস্থ্য সচেতন হওয়ার আহবান জানিয়ে বক্তরা বলেন, স্বাস্থ্য সেবার ক্ষেত্রে ডাক্তার-রোগীরা আন্তরিক হলে স্বাস্থ্য সেবার আরো অগ্রগতি সম্ভব বলে মন্তব্য করেন।

শেয়ার করুনঃ

Leave a Reply