১৯ এপ্রিল ২০২৪ / ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ১:০৫/ শুক্রবার
এপ্রিল ১৯, ২০২৪ ১:০৫ অপরাহ্ণ

ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক কাজী আসাদ আর নেই

     

ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাজী আসাদ (৭০) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। বুধবার সকালে রাজধানীর হলি ফ্যামিলি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবীর খান বলেন, বাদ জোহর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তার জানাজা হয়। এরপর গোপালগঞ্জের কোটালীপাড়ায় পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করার জন্য নিয়ে যাওয়া হয়।

কাজী আসাদের মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে বিবৃতি দিয়েছেন।

কাজী আসাদ দীর্ঘদিন ধরে নিউমোনিয়া ও কিডনির সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

১৯৭৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাজী আসাদকে আহ্বায়ক করে ছাত্রদল প্রতিষ্ঠিত হয়। জিয়াউর রহমানের মৃত্যুর পর ১৯৮২ সালে স্বেচ্ছাসেবক দলেরও প্রতিষ্ঠাকালীন আহ্বায়কের দায়িত্ব পালন করেন তিনি।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply