২৫ এপ্রিল ২০২৪ / ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১০:৫৯/ বৃহস্পতিবার
এপ্রিল ২৫, ২০২৪ ১০:৫৯ অপরাহ্ণ

চট্টগ্রাম কিন্ডারগার্টেন-স্কুল এসোসিয়েশনের বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন

     

 

চট্টগ্রাম কিন্ডারগার্টেন এন্ড স্কুল এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা- ২০১৮ এর উত্তীর্ণ শিক্ষার্থীদের পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডায়মন্ড সিমেন্ট লিঃ এর পরিচালক বিশিষ্ট শিক্ষানুরাগী লায়ন আলহাজ্ব হাকিম আলী বলেছেন, আমাদের জাতীয় উন্নতির বিকাশে শুধু শিক্ষা নয়, প্রয়োজন সুশিক্ষা এবং প্রযুক্তিগত শিক্ষা। শিক্ষার বিকাশে পূঁথিগত বিদ্যার পাশাপাশি সৃজনশীলতার গুরুত্ব অপরিসীম। একাডেমিক শিক্ষা ছাড়াও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে একজন শিক্ষার্থী তার মেধা যাচাই করতে পারে। চট্টগ্রাম কিন্ডারগার্টেন এন্ড স্কুল এসোসিয়েশন কোমলমতি ছাত্র-ছাত্রীদের উৎসাহমূলক বৃত্তি প্রদানের যে উদ্যোগ গ্রহণ করছে তা ছাত্র-ছাত্রীদেরকে প্রতিযোগিতা মনোভাবসম্পন্ন করেছে । প্রতিযোগিতায় অংশগ্রহণের সাহসিকতা ও উদ্দীপনা একটি গুরুত্বপূর্ণ প্রয়াস। সরকারী বৃত্তির পাশাপাশি বেসরকারী পর্যায়েও এমন উৎসাহমূলক এবং প্রতিযোগিতামূলক আয়োজন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় গুরুত্ববহন করবে। এজন্য সরকারের পাশাপাশি সকল শিক্ষানুরাগীদের সহযোগিতা একান্ত প্রয়োজন।

আজ ২ এপ্রিল ২০১৯ মঙ্গলবার বিকেল ৩ ঘটিকায় চট্টগ্রাম নগরীর শিল্পকলা একাডেমী অডিটরিয়ামে বৃত্তিপ্রাপ্ত ৪০০ শত শিক্ষার্থীদের পুরস্কার প্রদান ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে লায়ন আলহাজ্ব হাকিম আলী উপরোক্ত কথাগুলো বলেছেন। চট্টগ্রাম কিন্ডারগার্টেন এন্ড স্কুল এসোসিয়েশনের চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ মিসেস পুরবী সরকারের সভাপতিত্বে এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডায়মন্ড সিমেন্ট লিঃ এর পরিচালক বিশিষ্ট শিক্ষানুরাগী লায়ন আলহাজ্ব হাকিম আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ বি৪, চট্টগ্রাম এর ক্যাবিনেট সেক্রেটারী জাহেদুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম কিন্ডারগার্টেন এন্ড স্কুল এসোসিয়েশনের মহাসচিব অধ্যক্ষ মীর আক্তার হোসেন, চট্টগ্রাম কিন্ডারগার্টেন এন্ড স্কুল এসোসিয়েশনের শিক্ষা সচিব অধ্যাপক মোঃ মোখলেছুর রহমান, মিসেস সবিতা বিশ্বাস, মিসেস হেলেনা আলম, সৈয়দা শিরীন আকতার, এ্যালিনা শারমিন নাহিদ, ড্যানিয়েল সরকার, নাজনিন লিমা প্রমূখ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply