২৮ মার্চ ২০২৪ / ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / সন্ধ্যা ৬:৪৫/ বৃহস্পতিবার
মার্চ ২৮, ২০২৪ ৬:৪৫ অপরাহ্ণ

সৃষ্টিশীল তরুণেরাই আগামীর বাংলাদেশকে পথ দেখাবে

     

মাদক ও জঙ্গিবাদ হতে তরুণ প্রজন্মকে রক্ষা করতে হলে খেলাধূলার বিকল্প নেই। সৃষ্টিশীল কাজের মাধ্যমেই তরুণ প্রজন্ম আগামীর বাংলাদেশকে পথ দেখাবে। মননশীল ও মেধাবী নেতৃত্ব তৈরীতে উপজেলা পর্যায়ে ক্রিকেট টুর্ণামেন্টের মত আয়োজনগুলোতে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। মাসুদ স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত বোয়ালখালীর সরোয়াতলী ইউনিয়নের অগ্রণী ব্যাংক সংলগ্ন বেঙ্গুরা মাঠে বার্ষিক ক্রিকেট টূর্ণামেন্ট’র সমাপনী দিনের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলছিলেন সাতকানিয়া পৌরসভার মেয়র ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ জোবায়ের। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পরিবেশষ বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন আমিরী’র সভাপতিত্বে ও মাসুদ স্মৃতি সংসদ’র সভাপতি মোঃ মোরশেদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন আশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি এম এ হাশেম, সাবেক ছাত্র নেতা জানে আলম জামাল, নঈমুল হক হারুন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সদস্য আজিজ মিসির, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী সনাতন চক্রবর্ত্তী বিজয়, বোয়ালখালী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলিমুল হাসান রুবেল, সাতকানিয়া পৌরসভা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন, মাসুদ স্মৃতি সংসদ’র সাধারণ সম্পাদক মোঃ হিরু, ফাহিম, আরমান, রাব্বী প্রমুখ।ফাইনাল খেলায় চ্যাম্পিয়ান হয় খুইল্ল্যা মিয়া স্মৃতি ক্রিকেট একাদশ ও রানার্স আপ মুজিবুল হক তবু স্মৃতি ক্রিকেট একাদশ। টুর্ণামেন্টের ম্যান অব সিরিজ নির্বাচিত হন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী দলের মোঃ তানভির।

শেয়ার করুনঃ

Leave a Reply