২৫ এপ্রিল ২০২৪ / ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৯:৫২/ বৃহস্পতিবার
এপ্রিল ২৫, ২০২৪ ৯:৫২ পূর্বাহ্ণ

লালদিঘীর গারাংগিয়া তরিক্বত সম্মিলন সম্পন্ন

     

দরবারে গারাংগিয়ার তরিক্বত সম্মিলন ১ এপ্রিল সোমবার বিকেলে নগরীর লালদিঘী মাঠে অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, তরিক্বত হচ্ছে আল্লাহর দিকে বান্দার প্রত্যাবর্তনের পথ। এই পথের দুটি দিক রয়েছে। জাহের ও বাতেন। বাহ্যিক শরিয়ত পালনের মাধ্যমে বান্দা তার জাহেরকে পবিত্র করে আর সাথে সাথে আধ্যাত্মিক সাধনার মাধ্যমে হাকিকতে শরীয়ত ও ধর্ম পালনের নিগুঢ়তম উদ্দেশ্য সাধনে ব্রতি হয়। এই চর্চাই সূফী ত্বরিকার মৌলিক ভাব। ‘ত্বরিকা ইসলাম ধর্মে কোন নব আবিষ্কার নয়। ইসলামের প্রথম যুগে আধ্যাত্মিক সাধনার ছায়ায় ত্বরিকতের হাকিকত বর্তমান ছিল। হযরত রাসুল (স) সাহাবাদেরকে ধর্মীয় দিক নির্দেশনার অংশ হিসেবে আধ্যাত্মিক সাধনার তালীম ও তারবীয়ত দিয়েছেন। এমন কি বায়াতে ইসলাম গ্রহণের পরও সাহাবাদের কাছ থেকে হযরত রাসুল (স) বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যাপারে পুনঃবায়াত গ্রহণ করেছেন। তরিক্বত সম্মিলনে সভাপতিত্ব করেন এ সম্মিলনের উদ্যোক্তা পীর সাহেব কেবলা গারাংগিয়া হযরত শাহসুফি আলহাজ্ব মাওলানা শাহজাদা মাহমুদুল হক মজিদী (ম.জি.আ)। শাহ মজিদিয়া ইসলামী কমপ্লেক্স ট্রাস্ট বাংলাদেশ কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক ও এন্তেজামিয়া কমিটির সচিব মাওলানা মুহাম্মদ আমিনুল ইসলামের সঞ্চালনায় সম্মিলনে উপস্থিত ছিলেন এন্তেজামিয়া কমিটির চেয়ারম্যান ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আলহাজ্ব আবদুচ ছালাম; এন্তেজামিয়া কমিটির কো-চেয়ারম্যান সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর আলহাজ্ব আনোয়ারুল আজিম আরিফ; এন্তেজামিয়া কমিটির কো-চেয়ারম্যান বিশিষ্ট লেখক ও গবেষক আলহাজ্ব আহমদুল ইসলাম চৌধুরী।  হযরত শাহসুফি আলহাজ্ব মাওলানা শাহজাদা মাহমুদুল হক মজিদী (ম.জি.আ) বলেন, ঈমান আমল রক্ষায় ত্বরিকত চর্চার বিকল্প নেই। প্রকৃত ত্বরিকত চর্চার ভিতরে সিয়াম সাধনার পূর্ণতা অর্জিত হয়। ত্বরিকত অনুশীলনের মাধ্যমে জীবন গঠন করা হলে সমাজ আরও সুন্দর হবে। ত্বরিকত চর্চা যতবেশি করা হবে, ততবেশি দেশের উন্নয়ন শক্তি ও যুবসমাজ বিপদগ্রস্ত থেকে মুক্ত হবে ইসলামি আদর্শ সমুন্নত তরিক্বতভিত্তিক সমাজ বিনির্মাণে উদ্বুদ্ধ হব।

আলহাজ্ব আবদুচ ছালাম বলেন, মানব জাতির হেদায়েতের জন্য ত্বরিকত চর্চা অপরিহার্য। ত্বরিকত চর্চার মাধ্যমে অন্তরের কুমন্ত্রণা দূর হয়। দ্বীনি শিক্ষার প্রচার-প্রসার ও প্রতিষ্ঠান গড়ে তোলাসহ মিল্লাত মাজহাবের খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছে ত্বরিকতপন্থীরা। প্রফেসর আলহাজ্ব আনোয়ারুল আজিম আরিফ বলেন, ত্বরিকত চর্চার মাধ্যমে অশান্ত বিশ্বে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। ইসলাম মানে শান্তি। আত্মার শান্তির জন্য মানুষ কত কিছুই না করছে। ত্বরিকতের মাধ্যমে এ শান্তির বার্তা প্রচার করে দ্বীনি শিক্ষার ছায়া তলে আসার আহ্বান জানান তিনি। আলহাজ্ব আহমদুল ইসলাম চৌধুরী বলেন, রূহানি উৎকর্ষ সাধনের ভিন্ন ভিন্ন পথ ও পন্থার অস্তিত্বের ইঙ্গিত পবিত্র কোরআন এ রয়েছে। ত্বরিকত চর্চার অন্যতম মৌলিক বিষয় হচ্ছে যে, এগুলো আধ্যাত্মিক সাধনার ক্ষেত্রে কোন না কোন একজন আল্লাহর ওলীর পদানঙ্ক অনুসরণ করে। এভাবে আল্লাহর ওলী তথা আল্লাহর দিকে রজু হয়ে তার নৈকট্য অর্জন করেছে তাদের পদানঙ্ক এবং পথ অনুসরণ করলেই পরপারে মুক্তির পথ সুগম হবে।            মাহফিলে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চুনতি হাকিমিয়া কামিল মাদরাসার মুহাদ্দিস আলহাজ্ব আল্লামা হাফেজ শাহ আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক হযরত আলহাজ্ব শাহ মাওলানা ড. এনামুল হক মুজাদ্দেদী, সরকারী মুসলিম হাই স্কুলের হেড মাওলানা হযরত আলহাজ্ব মাওলানা শাব্বির আহমদ ওসমানী, পোর্ট অফিসার্স কলোনী জামে মসজিদের খতিব হযরত আলহাজ্ব মাওলানা তৈয়্যব আলী মজিদী। আরও উপস্থিত ছিলেন হযরত আলহাজ্ব শাহ্সূফী মাওলানা ক্বারী আবদুছ ছবুর, হযরত আলহাজ্ব শাহ্সূফী মাওলানা ক্বারী আবদুল মা’বুদ, নুরুল আলম মণ্টু, মোজাহেরুল হক চৌধুরী, ইদ্রিস বি.কম, আহমদ হোসেন চৌধুরী, শাহজাদা মহিউদ্দিন মজিদী, শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্স আগ্রাবাদ এর পরিচালক শাহ্জাদা মঈনউদ্দীন মজিদী, হাফেজ মাও. আবুল মনছুর হেলালী, আলহাজ্ব শাহাবুদ্দীন চৌধুরী, আলহাজ্ব হাকীম মুহাম্মদ উল্লাহ্, মাওলানা মুহিব্বুল্লাহ্, আলহাজ্ব ইদ্রিচ, আলহাজ্ব জমিরউদ্দীন চৌধুরী, আলহাজ্ব মোজাফ্ফর আহমদ মুনির, আবু জাহেদ চৌধুরী, আলহাজ্ব নুরুল কবির সওদাগর, এডভোকেট কে.এম নাজমুল হক সিকদার, এডভোকেট এস.এম ইকবাল চৌধুরী, এস.এম শওকত হোসাইন, সাংবাদিক সোহেল তাজ, আবুল হায়াত মিয়াজী, মুহাম্মদ জহিরুল ইসলাম, ইঞ্জিনিয়ার নুরুল আবছার, হাফেজ মুহাম্মদ আরিফ আল নজির, এম.এস.আর হোসাইন, মুহাম্মদ মাহ্বুবুল আলম প্রমুখ। পীরসাহেব কেবলার বায়াত ও আখেরী মুনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply