১৯ মার্চ ২০২৪ / ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / সকাল ৯:২৯/ মঙ্গলবার
মার্চ ১৯, ২০২৪ ৯:২৯ পূর্বাহ্ণ

আল্লামা আজিজুল হক আল-কাদেরীর দাফন সম্পন্ন

     

আজিজিয়া কাজেমী কমপ্লেক্স (ট্রাস্ট) বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, গাজ্জালিয়ে জ্জামান আল্লামা আহমদ সাঈদ কাজেমী (রহ.)’র বাংলাদেশের একমাত্র খলিফা। ছিপাতলী জামেয়া গাউছিয়া আলীয়া মাদ্রাসা ও হাটহাজারী আনোয়ারুল উলুম নোমানীয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা সহ অসংখ্য সুন্নী মারকাজের প্রতিষ্ঠাতা, হাজার হাজার আলেমে দ্বীনের ওস্তাদ, অগণিত কিতাবের লেখক ও গবেষক আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাবের পীরে ত্বরীকত আল্লামা মুহাম্মদ আজিজুল হক আল-কাদেরী আস-সাঈদী  (৮৩) ৩১ মার্চ রবিবার সকালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি …………রাজিউন)। মৃত্যুকালে তিনি ৩ ছেলে-৪ মেয়ে, নাতি-নাতনি, আত্মীয় স্বজন, ভক্ত-মুরীদসহ হাজার হাজার শিক্ষার্থী রেখে যান। মরহুমের নামাযের জানাযা গত ১ এপ্রিল সোমবার বাদে আসর হাটহাজারী ছিপাতলী জামেয়া গাউছিয়া মূঈনীয়া বহুমুখী কামিল (এম.এ) মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন হুজুরের মেঝ শাহেবজাদা আজিজি কাজেমী কমপ্লেক্স ট্রাষ্ট বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ শাহাজাদা আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন, মুনাজাত করেন আনঞ্জুমানে কাদেরী চিশ্তীয়া আজিজিয়া বাংলাদেশের মহাপরিচালক শাহাজাদা আবুল ফছিহ মুহাম্মদ আলাউদ্দিন। জানাযায় উপস্থিত ছিলেন সংসদ ব্যারিস্টার আনিসুল ইসলাম এমপি, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা এম এ মান্নান। মহাসচিব এম এ মতিন, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ অছিউর রহমান আলকাদেরী, ঢাকা প্রেসিডিয়ানসি ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি লেকচারার অধ্যাপক ড. আবুল ফাতাহ মুহাম্মদ মহিউদ্দিন, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক, আল্লামা ছালেহ জহুর ওয়াজেদি (রহ.) দরবার শরীফের সাজ্জাদানশীন আলহাজ্ব মাওলানা মুহাম্মদ ইয়াছিন, আল্লামা ছাদেকুর রহমান হাশেমী, আলাøমা আবুল ইরফান হাশেমী  বাংলাদেশ জাতীয় পার্টি বিজিপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ জুল করনাইন, গাউসিয়া কমিটি দুবাই শাখার সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ সাইফুল আলম,  উপজেলা চেয়ারম্যান এস.এম রাশেদুল আলম, ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাসেক, উপাধ্যক্ষ মাওলানা আব্দুল ওয়াদুদ, মাওলানা কাজী মঈনুদ্দীন আশরাফী, মাওলানা শফিউল আলম নেজামী বিভিন্ন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও শিক্ষকমন্ডলী, রাজনীতিবিদসহ বিভিন্ন পেশার  সমাজিক হুজুরের ভক্ত মুরিদান সহ লাখো মুসলিম জনতা জানাযায় অংশগ্রহণ করেন।

শেয়ার করুনঃ

Leave a Reply