১৯ এপ্রিল ২০২৪ / ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ১:২৭/ শুক্রবার
এপ্রিল ১৯, ২০২৪ ১:২৭ অপরাহ্ণ

আনোয়ারার দক্ষিন বন্দর উচ্চ বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস পালন

     

আনোয়ারার দক্ষিন বন্দর উচ্চ বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস পালন করা হয়। তাৎপর্যপূর্ণ আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান বিকেল ৪টা থেকে মধ্য রাত পর্যন্ত অত্যন্ত আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়। সমগ্র অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযোদ্ধা  লিয়াকত আলী চৌধুরী।অনুষ্ঠানে বিশিষ্ঠ শিক্ষাবিদ ইষ্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য মুহাম্মদ সিকান্দর খান প্রধান অতিথি ও প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজী বিভাগের অধ্যাপক ড. মোহিত উল আলম প্রধান আলোচক ছিলেন।পরিবেশ ও মানবাধিকার কর্মী শ. ম বখতিয়ার বিশেষ অতিথির বক্তব্য দেন।

মনোমুগ্ধকর, মুক্তিযুদ্ধভিত্তিক ও  শিক্ষণীয়  সাংস্কৃতিক অনুষ্ঠানে দর্শকদের মাতিয়ে রাখেন আয়োজকেরা ।  ছাত্র- ছাত্রী, অভিভাবক, স্হানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ ছাড়াও আনোয়ারার সুশীল সমাজের নেতৃবৃন্দও দীর্ঘক্ষণ ধরে এই অনুষ্ঠান উপভোগ করেন।অনুষ্ঠানে স্হানীয় চেয়ারম্যান মুহাম্মদ সোলায়মান, আনোয়ারা ডায়াবেটিক হাসপাতালের প্রতিষ্ঠাতা সভাপতি ও চট্টগ্রাম অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম. আলী হোসেন, আনোয়ারা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্হিত ছিলেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply