২৮ মার্চ ২০২৪ / ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / রাত ১০:৪৭/ বৃহস্পতিবার
মার্চ ২৮, ২০২৪ ১০:৪৭ অপরাহ্ণ

 ফ্রি চিকিৎসা ক্যাম্প ও আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠান

     

 

     নগরীর ইপিজেড থাণাধীন দক্ষিণ হালিশহর (নিউ মুরিং)এলাকায় ফজিলা ফাউন্ডেশনের উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সলিডারিটির সহায়তায় ৩০শে মার্চ শনিবার দিন ব্যাপি ফ্রি-চিকিৎসা ক্যাম্প ও আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠান আব্দুল মাবুদ সওদারের বাড়ী প্রাঙ্গনে ফাউন্ডেশনের চেয়ারম্যাম লায়ন মোঃইফতেকার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

দিন ব্যাপি ফ্রি-চিকিৎসা ক্যাম্প ও আর্থিক অনুদান প্রদানএই মহতী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা(৩১৫/৪বি)এর গভর্নর লায়ন নাছির উদ্দিন চৌধুরী।বিশেষ অতিথি ছিলেন-প্রা্ক্তন লায়ন্স গর্ভনর এম.মনজুরুল আলম,ভাইস গভর্নর-২ডাঃ সুকান্ত ভট্টার্চায্য,মমতার প্রধান নির্বাহি আলহাজ্ব রফিক আহম্মদ,চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনের পরিচালক প্রফেসর ডাঃইউনুচ মিন ইমরান,প্রফেসর ডাঃ আবুল কাশেম,সিজেকেএস যুগ্ন সম্পাদক-শাহাজাদা আলম,৩৮নংওয়ার্ডের সাবেক কমিশনার নুরুল আলম,মহিলা কাউন্সিলর মিসেস শাহীনুর বেগম।

লাযন নিজাম উদ্দিন মামনের পরিচালানেয় উদ্বোধনী সভায় স্বাগত বক্তব্য রাখেন ফজিলা ফাউন্ডেশনের যুগ্ন সম্পাদক-ডাঃলায়ন জাকিরুল ইসলাম্।অনুষ্ঠানে আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-প্রাক্তন স্বাস্থ্য পরিচালক ডাঃ নুরুল আলম,লায়ন আবু মোর্শেদ আলম,আশ্রাফুল আলম আরজু,লায়ন এরফান উদ্দিন,নারী নেত্রী স্বপ্না তালুকদার,লায়ন মনোয়ারা বেগম।

কর্মসূচিতে চক্ষু-৩৮২,প্রাথঃস্বাস্থ্য-২০৫,ডায়বেটিক-২০২,জরায়ু ক্যান্সার টিকায়৫৭,খৎনায়-২৭,নাক-কান চেদন-৬১,ব্লাড গ্রুফিং-২০৮,ইপাটাটিস বি-টিকায় ১০২জন কে ঔষধ সহ সেবা প্রদান এবং ৫০০জন কে আজীবন চিকিৎসা সেবা দানের জন্য হেলথ কার্ড বিতরণ করা হয়্। এছাড়া চট্টগ্রামের কয়েকটি সেবা প্রতিষ্ঠান কে ফজিলা ফাউন্ডেশনের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করেন।

এসময় সময় সংক্ষিপ্ত উদ্বোধনী সভায় প্রধান লায়ন্স গভর্নর নাছির বলেন,সময়ের সাথে সেবার মাঝে সকল জনগন কে সু-স্বাস্থ্য এবং প্রাথমিক সেবা প্রদানের মহতী উদ্যোগে টি অত্যন্ত প্রসংশিত –যুগান্তকারী। সকরারের পাশাপাশি বেসরকারী-স্বেচ্ছাসেবী সংগঠনএই উদ্যোগি স্বাস্থ্য ক্যাম্পটি সত্যিই জন সাধারণ কে সেবায়ব্রতি হতে উৎসাহ দিবে।তিনি এলাকার প্রতিযশা সমাজ সেবী আব্দুল মাবুদ’এর শিক্ষা-অগ্রসরমান কর্ম কে মহানগরীতে অনুকরণীয় বলে অভিমত প্রকাশ করেন।

সভা শেষে অতিথি বৃন্দরা ফিতা কেটে দিন ব্যাপি স্বাস্থ্যক্যাম্পের উদ্বোধন করেন।

শেয়ার করুনঃ

Leave a Reply