১৯ মার্চ ২০২৪ / ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / দুপুর ১:৪৭/ মঙ্গলবার
মার্চ ১৯, ২০২৪ ১:৪৭ অপরাহ্ণ

পলিথিনের বিকল্প কলাপাতা

     

পলিথিন ব্যাগের বিকল্প হিসেবে কলাপাতা ব্যবহার করা হচ্ছে থাইথ্যান্ডে। সস্তা ও স্বাস্থ্যসম্মত এ কলাপাতায় সাশ্রয় হচ্ছে অর্থেরও। তাই জনপ্রিয় হয়ে উঠেছে এটি। ব্যাংককসহ থাইল্যান্ডের সুপারমার্কেটগুলোতে এখন সবজিসহ নানা পণ্য কলাপাতা দিয়ে বাঁধতে দেখা যাচ্ছে।

আগে থাইল্যান্ডের সুপারমার্কেটগুলোতে ফল ও সবজি প্যাকেট করা হতো প্লাস্টিক দিয়ে। একে প্লাস্টিকের অতিরিক্ত ব্যবহার বলে সমালোচনা করতেন কেউ কেউ।

এখন প্লাস্টিকের ব্যবহার বন্ধে আকর্ষণীয় বিকল্প নিয়ে এসেছে থাই সুপারমার্কেটগুলো। সবজি ও ফল সুন্দরভাবে বাধা হচ্ছে কলাপাতা দিয়ে।

বিষয়টি অনলাইনে আসার পর বিশ্বজুড়ে ভাইরাল হয়ে পড়ে। প্রথম দুই দিনেই ১১ হাজার বার শেয়ার হয়েছে এ ধরনের একটি পোস্ট।

আরও পড়ুনঃ ২০১৯ সালেই যাত্রা মেট্রোরেলের, বয়ে আনবে নাগরিক স্বস্তি

পলিথিনের বিকল্প কলাপাতা

বর্তমান বিশ্বে পলিথিন ও প্লাস্টিক ব্যাগ পরিবেশের জন্য বড় হুমকি হয়ে দেখা দিয়েছে। প্রাণীরা খেয়ে ফেলছে পচন অযোগ্য পলিথিন ও প্লাস্টিক। সম্প্রতি অস্ট্রেলিয়ার সৈকতে মৃত তিমির পেটে ৪০ কেজি প্লাস্টিক পাওয়া গেছে।  সবটুকু খবর পড়তে ক্লীক করুন

শেয়ার করুনঃ

Leave a Reply