২৫ এপ্রিল ২০২৪ / ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ২:৫৭/ বৃহস্পতিবার
এপ্রিল ২৫, ২০২৪ ২:৫৭ অপরাহ্ণ

চন্দনাইশ সাতবাড়িয়ায় আবদুস সালাম স্মৃতি বৃত্তি প্রদান অনুষ্ঠান

     

চন্দনাইশ উপজেলা সাতবাড়িয়া আলহাজ্ব মাওলানা আবদুস সালাম স্মৃতি বৃত্তি পরীক্ষার বৃত্তি, সনদ ও পুরস্কার বিতরণে জৌলুসপূর্ণ অনুষ্ঠান ১৪ মার্চ ২০১৯ বৃহস্পতিবার সাতবাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। পরীক্ষা কমিটির সভাপতি মাস্টার আলহাজ্ব হাই চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার আ ন ম বদরুদ্দোজা। প্রধান বক্তা ছিলেন বৃত্তির পৃষ্টপোষক ও চমেকহা’র মেডিকেল অফিসার ডা. আলহাজ্ব কুতুব উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা এ এস এম মনির উদ্দিন, উপজেলা রিসোর্স সেন্টারের সহকারী ইন্সট্রাক্টর আবদুর রাজ্জাক, সাতবাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. নুরুল আবছার, প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম শরীফ, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আজিজুল হক চৌধুরী, সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল, বৃত্তি কমিটির সদস্য মোহাম্মদ আবদুর রাজ্জাক। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মাস্টার এনামুল হক খান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আবু বক্কর ছিদ্দিক, নজরুল ইসলাম, মু. জহুুরুল আলম, আয়ুব আলী, মাস্টার এমরান বেগ প্রমুখ। পরীক্ষা পরিচালনা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত এবারের বৃত্তি, সদন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মধ্যদিয়ে শিক্ষায় উৎসাহমূলক এ প্রতিযোগিতার ১৩ বছর পূর্ণ হল।
এতে উপজেলার ৭২ প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণি প্রায় ৪৫০ শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষার মাধ্যমে নির্বাচিত ৫১ জন কৃতী শিক্ষার্থীকে উৎসাহমূলক বৃত্তি (নগদ টাকা), সনদপত্র ও উপহার সামগ্রী প্রদান করা হয়। এছাড়াও অংশগ্রহণকারী বিদ্যালয় সমূহের প্রধান শিক্ষকের মাধ্যমে তালিকাভুক্ত চতুর্থ শ্রেণির ৫০০ জন গরীব শিক্ষার্থীকে শিক্ষা-উপকরণ প্রদান করা হয়।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply